অনলাইনে চাকরির আবেদন, হ্যাকারদের ফাঁদে পড়ে ৫০ হাজার খোয়ালেন যুবতি


কলকাতা : অনলাইনে চাকরির আবেদন করছেন? সাবধান! কারণ একটু ভুল করলেই পড়তে পারেন প্রতারক হ্যাকারদের পাল্লায়। এর মধ্যেই চাকরির আবেদন করতে গিয়ে প্রায় ৫০ হাজার টাকা খুইয়েছেন এক যুবতি।

বিধাননগর সাইবার পুলিশ সূত্রে খবর, ২৩ ডিসেম্বর সল্টলেকের AE ব্লকের বাসিন্দা ওই যুবতিকে চাকরির জন্য ফোন করেন এক মহিলা। ওই যুবতি কয়েকটি চাকরির ওয়েবসাইটে বায়োডাটা আপলোড করেছিলেন। ওই মহিলা ফোনে জানান, কলকাতার একটি তথ্য-প্রযুক্তি সংস্থা কর্মী চাইছে। ওই যুবতির বায়োডাটা তাদের পছন্দ হয়েছে। ওই মহিলা যুবতিকে একটি ওয়েবসাইটের নাম বলেন। সেখানে চাকরির জন্য দরখাস্ত করতে বলেন। মহিলার কথা অনুযায়ী চাকরির দরখাস্ত করেন যুবতি। তাঁকে বলা হয়েছিল দরখাস্তের সঙ্গে দিতে হবে মাত্র ৪৯ টাকা। পর দিনই তাঁর ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হবে।

৪৯ টাকা দিতে গিয়েই বাধে বিপত্তি। পেমেন্ট করতে গিয়ে ওই যুবতির মোবাইল ফোনে একটি OTP আসে। সেটি দিয়ে যদিও কাজ হয়নি। পরে ওই যুবতি ATM কাউন্টারে স্টেটমেন্ট নিতে গিয়ে দেখেন, তাঁর অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে ৪৯ হাজার ৯৯৮ টাকা। তারপরই অভিযোগ জানান ওই যুবতি।