৩৯৯ টাকায় বিমানযাত্রা! এও সম্ভব?


সবথেকে সস্তার বিমানযাত্রা নিয়ে এল এয়ার এশিয়া৷ মাত্র ৩৯৯ টাকায়৷ এর আগেও বিভিন্ন বিমান সংস্থাগুলি দিয়েছে বিমান টিকিটের উপর আকর্ষণীয় ছাড়৷ তবে, এত কম দামে কোন সংস্থাই এর আগে বিমান পরিষেবা দেয়নি৷ ডোমেসটিক এবং ইন্টারন্যাশনাল, উভয় টিকিটের ক্ষেত্রেই থাকছে ছাড়৷ অনেকেই সময় বাঁচাতে ফ্লাইটে যাতাযাত করে থাকেন৷ কিন্তু, অনেক সময়ই সঙ্গ দেয় না আপনার পকেট৷ সেক্ষেত্রে, ট্রাই করতে পারেন এই লো-বাজেটের বিমান পরিষেবাটি৷

সংস্থা জানাচ্ছে, এয়ারএশিয়ার অফারে যাত্রীদের ঘোরার সময়সীমা (ট্রাভেলিং পিরিয়ড) থাকছে ২০১৯ সালের মে মাস থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত৷ যেখানে থাকবে ১২০ টিরও বেশি ডেস্টিনেশন৷ তাই, নির্দিষ্ট সময়ের (৬ মে, ২০১৯- ৪ ফেব্রুয়ারি, ২০২০) মধ্যে যাত্রা করতে যাত্রীরা বুক করতে পারেন এই অফার টিকিট৷ টিকিট বুক করার শেষ তারিখ থাকছে ১৮ নভেম্বর৷ যেখানে ডোমেসটিক ডেস্টিনেশনের ওয়ান-ওয়ে টিকিটের দাম থাকছে মাত্র ৩৯৯ টাকা৷

অন্যদিকে, ইন্টারন্যাশনাল এয়ার টিকিটের দাম শুরু হচ্ছে মাত্র ১৯৯৯ টাকায়৷ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (airasia.com) কিংবা মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন যাত্রীরা৷ ডোমেসটিক ডেস্টিনেশনগুলির মধ্যে থাকছে বাগডোগরা, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, গোয়া, গুয়াহাটি, হায়দরাবাদ, ইম্ফল, ইন্ডোর, জয়পুর, কোচি, কলকাতা, নয়াদিল্লি, রাঁচি, শ্রীনগর, বিশাখাপত্তনম ইত্যাদি৷

এয়ারএশিয়ার অফারের ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনগুলি থাকছে অকল্যান্ড, বালি, ব্যাংকক, মেলব্রোর্ন, কুয়ালা লামপুর, সিঙ্গাপুর, সিডনি ইত্যাদি৷ এয়ারএশিয়া গ্রুপ মার্কেটিং হেড জানান, আমরা গেস্টদের ৫ মিলিয়ন প্রমোশনাল সিট অফার করছি৷ বিষয়টি নিয়ে আমরা যথেষ্ট এক্সসাইটেড৷ এয়ারএশিয়া এবং এয়ারএশিয়া এক্স নেটওয়ার্কে যাত্রীরা ১৩০ এরও বেশি ডেস্টিনেশন অপশন পাবেন৷ আরও, বেশি সুযোগ সুবিধার জন্য যাত্রীরা বিগ মেম্বার পরিষেবাটিতে সাইন-আপ করতে পারেন৷