পুরুষের ওপর যৌন নির্যাতন ধর্ষণ কিনা, শুনতে রাজি নয় সুপ্রিম কোর্ট


‌কোনও ছেলেকে যৌন নির্যাতন করা হলে সেটাকে কি ধর্ষণ বলা যাবে? এই মর্মেই একটি স্বেচ্ছাসেবি সংগঠন পিটিশন দাখিল করেছিল সুপ্রিম কোর্টে৷ সোমবার আবেদনটি নিয়ে আলোচনা তো দূরঅস্ত পত্রপাঠ তা খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত৷ ধর্ষণকে জেন্ডার নিউট্রাল অপরাধ হিসেবে চিহ্নিত করতে রাজি নয় সুপ্রিম কোর্ট৷

আদালত সূত্রে খবর, দাখিল করা পিটিশনে দাবি করা হয়েছিল, একটি মেয়েকে যেমন ধর্ষণ করা অপরাধ৷ তেমনই একজন পুরুষ বা ছেলেকেও যৌন নির্যাতন ধর্ষণ৷ আর তা অপরাধ হিসেবে গণ্য করা হোক৷ সর্বোচ্চ আদালত সাফ জানিয়ে দিয়েছে এই বিষয়টি নিয়ে মাথা ঘামানোর সময় এই মুহূর্তে আসেনি৷

এরপরই দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি সঞ্জয় কিষান কাউলের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই পিটিশন খারিজ করে দেয়৷ একই সঙ্গে শীর্ষ আদালত জানায়, এই বিষয়টি সংসদের বিচারাধীন বিষয়৷ কোনও একটি কাজকে অপরাধ হিসেবে চিহ্নিত করা এবং তার শাস্তির জন্য আইন প্রণয়ন সংসদীয় বিষয়৷ এই ব্যাপারে সুপ্রিম কোর্টের কিছু করার নেই৷