পাকিস্তান গ্রেপ্তার করল ১২ ভারতীয় মৎস্যজীবীকে


জলসীমা অতিক্রম করার অভিযোগে ১২ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করল পাকিস্তান। সিন্ধু অঞ্চলের উপকূলে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, ভারতীয় মৎস্যজীবীদের দুটি নৌকাও বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের অভিযোগ, ভারতীয় মৎস্যজীবীরা পাকিস্তানের জলসীমা পেরিয়ে মাছ ধরছিল।

ধৃত মৎস্যজীবীদের স্থানীয় পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার তাদের আদালতে তোলা হবে। জলসীমা অতিক্রম করার অভিযোগে ভারত–পাকিস্তান দুই দেশই মাঝেমধ্যে মৎস্যজীবীদের গ্রেপ্তার করে। কারণ দু'‌দেশের মধ্যে সামুদ্রিক সীমানা সঠিকভাবে নির্ধারণ করা নেই। প্রযুক্তির অভাবে মাছ ধরার নৌকাগুলি অন্য দেশের জলসীমা অতিক্রম করে ফেলে। গত ২৪ অক্টোবর ১৬ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছিল পাকিস্তান। ৩টি নৌকাও বাজেয়াপ্ত করা হয়েছিল।