মধ্যপ্রদেশে ৪০২ জন পরিত্যক্ত সদ্যোজাতকে উদ্ধার


ভোপাল: ভারতের বেশিরভাগ জায়গাতেই পুলিশের সম্পর্কে সাধারণ মানুষের ধারণা খুব একটা ভাল না। পুলিশকর্মীদের খারাপ দিকটা নিয়েই বেশি আলোচনা হয়। তবে মধ্যপ্রদেশের পুলিশকর্মীরা উজ্জ্বল ব্যতিক্রম। তাঁদের মানবিক মুখ দেখা গেল। গত ২৯ মাসে রাজ্যের বিভিন্ন জায়গায় অন্তত ৪০২ জন সদ্যোজাতকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তাদের মধ্যে অধিকাংশই কন্যাসন্তান। প্রতিটি ক্ষেত্রেই খবর পেয়ে পুলিশকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুগুলিকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। পুলিশকর্মীদের সহায়তাতেই শিশুগুলি কার্যত নতুন জীবন পেল।

ডায়াল-১০০ পরিষেবা বিভাগের মুখ্য জনসংযোগ আধিকারিক হেমন্ত শর্মা জানিয়েছেন, 'আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনের কর্তব্য পালন করার পাশাপাশি পরিত্যক্ত সদ্যোজাতদের উদ্ধার করার কাজও সাফল্যের সঙ্গে করছেন পুলিশকর্মীরা। ১০০ নম্বরে ফোন করে কেউ খবর দিলেই তাঁরা ঘটনাস্থলে পৌঁছে গিয়ে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন। শুক্রবারই সিধি জেলার গুহিয়াদল গ্রাম থেকে এক সদ্যোজাতকে উদ্ধার করা হয়েছে। সেদিন রাত আটটায় কন্ট্রোলরুমে ফোন করে এক ব্যক্তি ওই সদ্যোজাতকে দেখতে পাওয়ার কথা জানান। এরপরেই ফার্স্ট রেসপন্স ভেহিকলস তৎপর হয়। শিশুটিকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। মধ্যপ্রদেশ পুলিশের ডায়াল-১০০ পরিষেবা বিভাগে মোতায়েন কর্মীরা ২০১৬-র ডিসেম্বর থেকে চলতি বছরের মে পর্যন্ত ৪০২ জন পরিত্যক্ত সদ্যোজাতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। তাদের মধ্যে অধিকাংশই শিশুকন্যা। তবে আমরা লিঙ্গের ভিত্তিতে তথ্য নথিভুক্ত করি না। উদ্ধার করা শিশুদের শুধু সদ্যোজাত হিসেবেই চিহ্নিত করি আমরা।'

পুলিশ টেলিকম বিভাগের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল উপেন্দ্র জৈন জানিয়েছেন, 'ডায়াল-১০০ একটি জরুরি পরিষেবা। এর মাধ্যমে হেনস্থা, ইভ-টিজিং, লুঠের মতো অপরাধের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এর পাশাপাশি মানুষ আমাদের ফোন করে পরিত্যক্ত সদ্যোজাতদের বিষয়েও খবর দিচ্ছেন।'শিশু অধিকার রক্ষা আন্দোলনকারী রাকেশ মালব্য বলেছেন, 'যা তথ্য পাওয়া গিয়েছে, তাতে জানা যাচ্ছে, ২০১৪ সালে সারা দেশে মাত্র ৫০টি ভ্রূণহত্যার ঘটনা নথিবদ্ধ হয়েছিল। মধ্যপ্রদেশে এই সংখ্যাটা ১৫।'