অনশনরত আন্না হাজারে এবার বড় হুমকি দিলেন মোদী সরকারকে


অনশনে বসেছেন সমাজকর্মী আন্না হাজারে। এই নিয়ে ষষ্ঠদিনে পড়ল তাঁর অনশন। পাশাপাশি নরেন্দ্র মোদী সরকার তাদের প্রতিশ্রুতি পূরণ না করলে পদ্মভূষণ সম্মান ফেরত দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।

আন্না হাজারের প্রতিবাদে সমর্থন দিয়েছে শিবসেনাও। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী আন্নার পাশে থাকার আশ্বাস দিয়েছে শিব সৈনিকরা। গত বুধবার থেকে মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় রালেগন সিদ্ধি গ্রামে অনশনে বসেছেন আন্না। দাবি কৃষকদের সমস্যার সমাধান করতে হবে এবং লোকপাল ও লোকায়ুক্তের নিয়োগ করতে হবে।

আন্না বলেছেন, সরকার যদি আর কয়েকদিনের মধ্যে তাদের প্রতিশ্রুতি পূরণ না করে, তাহলে তিনি নিজের পদ্ম ভূষণ সম্মান ফেরত দেবেন। মোদী সরকার মানুষের বিশ্বাস ভঙ্গ করেছে বলেও আন্না অভিযোগ করেছেন।

১৯৯২ সালে আন্না পদ্মভূষণ সম্মান পান। ৮১ বছর বয়সী আন্নার গত পাঁচদিনে ৩.৮ কেজি ওজন কমে গিয়েছে। রক্তচাপ বেশি, ব্লাড সুগার ও ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গিয়েছে।

আন্নার বিক্ষোভে শামিল হচ্ছেন কৃষকরাও। আহমেদনগরের কালেক্টরের অফিসে ৫ হাজার কৃষক দিয়ে বিক্ষোভ দেখাবেন আজ। বিভিন্ন সংগঠনের নেতারাও এই আন্দোলনে যোগ দিচ্ছেন।