সফলভাবে মঙ্গলের মাটিতে নাসার 'ইনসাইট', এবার খুলবে লালগ্রহের রহস্য?


সফলভাবে মঙ্গলে অবতরণ করল মার্কিন গবেষণা সংস্থা নাসার মনুষ্যবিহীন মহাকাশযান InSight। পৃথিবীর বাইরে অন্য জগতের গভীরে অনুসন্ধান চালানোর উদ্দেশে তৈরি প্রথম এই মহাকাশযান ২ বছরের অভিযানে গিয়েছে লাল গ্রহে। 

জেট প্রপালশন ল্যাবরেটরির ইঞ্জিনিয়াররা ইনসাইটের মঙ্গলের মাটি ছোঁয়া নিশ্চিত করে জানিয়েছেন, ইনসাইটের সঙ্গেই লঞ্চ হওয়া একটি খুদে কৃত্রিম উপগ্রহ থেকে সিগন্যাল মিলেছে। ইনসাইট মঙ্গলে অবতরণের সময় তার আশপাশেই অবস্থান করছে সেই মিনি স্যাটেলাইট। এই খবরে আনন্দের বন্যা বয়ে যায় এই অভিযানের সঙ্গে যুক্ত নাসার বিজ্ঞানীদের মধ্যে।

অবতরণের ৬ মিনিটের মধ্যেই সেখানকার ছবি পাঠাতে শুরু করে ইনসাইট। মে মাসে ক্যালিফোর্নিয়া থেকে মঙ্গলের উদ্দেশে যাত্রা শুরু করেছিল ইনসাইট। ৬ মাসে প্রায় ৫৪ কোটি ৮০ লক্ষ কিমি সফর করে মঙ্গলে অবতরণ করে এই মহাকাশযান। এটি লালগ্রহের তাপমাত্রা ও ভূকম্পন সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে। পৃথিবী ছাড়া আর কোনও যা আগে করা হয়নি। কীভাবে মঙ্গলের সৃষ্টি, পৃথিবীর শিকড় ও সৌরজগতের অন্যান্য পাথুরে গ্রহের সম্পর্কেও তথ্য সংগ্রহ করার চেষ্টা চালাবে ইনসাইট।