২০১৯-এর আগেই বেসরকারী কর্মচারীদের জন্য মোদীর বড়সড় উপহার


নয়াদিল্লি: সরকারী চাকরিতে বেতন বৃদ্ধি নিয়ে অনেক বেসরকারি চাকরিজীবীরা হা হুতাশ করেন৷ তবে এবার সেইসব বেসরকারী চাকরিজীবীরাও কিন্তু লাভের মুখ দেখতে পারেন৷ গ্র্যাচুইটি পাওয়ার নিয়মে বড়সড় সিদ্ধান্ত নিতে পারে মোদীর সরকার৷

জানা গিয়েছে, প্রাইভেট সেক্টরে কর্মরতদের গ্র্যাচুইটি পাওয়ার সময়সীমা ন্যূনতম ৫ সাল থেকে কমিয়ে ৩ বছর করে দিয়েছে৷ এতে বেসরকারী কর্মচারীদের সুবিধা হবে৷ সূত্রের খবর, আগামী ৪ ডিসেম্বরে নতুন ইপিএফওর সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টির বৈঠক হওয়ার কথা, সেখানেই এই গ্র্যাচুইটি প্রসঙ্গে আলোচনা হওয়ার কথা৷

তবে এই গ্র্যাচুইটি পাওয়ার ক্ষেত্রে কর্মচারীদের কিছু শর্ত পূরণ করতে হয়৷ কেউ একটি সংস্থানে টানা পাঁচ বছর কাজ করলে সে এই গ্র্যাচুইটির অধিকারী হয়৷ সরকার এই সময়সীমা ৫ বছর থেকে ৩ বচরে নিয়ে আসার পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে৷

এদিকে, কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা দাবি জানায়, তাদের বেতন কমপক্ষে প্রতি মাসে ২৬,০০০ টাকা যেন করে দেওয়া হয়৷ সপ্তম বেতন কমিশনের প্রস্তাবে তাঁরা খুশি নয় এবং যে পরিমাণ বৃদ্ধির কথা বলা হয়েছে তা যথেষ্ট নয় বলেও ক্ষোভ প্রকাশ করেছে অনেকে৷

এদিকে এই বেতন বৃদ্ধির প্রচেষ্টা কেন্দ্রীয় সরকার করে চলেছে বলে জানা গিয়েছে৷ গত মাসেই দেসে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় বেতন বৃদ্ধির আশায় রয়েছেন কর্মচারীরা৷

এছাড়া অপরিশোধিত তেলের মূল্য হ্রাসও পজিটিভ সাইন বলে মনে করা হচ্ছে৷ এইসব খাতে কেন্দ্রের কাছে টাকা এলে তা অন্য জায়গায় ব্যবহার করা যাবে বলে জানা যায়৷ আর এইসব বিষয় মাথায় রেখেই বেতনেও প্রভাব পড়তে পারে বলে আশাবাদী অনেকে৷