বিরাটকে নিয়ে আশাবাদী গিলি


সিডনি: শেষ ম্যাচ জিতে টি-২০ সিরিজ ড্র করেছে ভারত৷ ব্যাট হাতে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন ক্যাপ্টেন কোহলি৷ আসন্ন টেস্ট সিরিজেও বিরাটের উপর বাজি ধরছেন প্রাক্তন অজি অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট৷ ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেড ওভালে শুরু হচ্ছে চার ম্যাচের টেস্ট সিরিজ৷ গিলির মতে, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার ভারতকে টেস্ট সিরিজ জিততে হলে অন্যদের সাহায্য করতে হবে বিরাটকে৷

চার বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে স্বপ্নের ফর্মে ছিলেন বিরাট কোহলি৷ ২০১৪ অস্ট্রেলিয়া সফরে চার টেস্টের সিরিজে ৬৯৪ রান করেছিলেন কোহলি৷ শুধু তাই নয়, সিরিজের মাঝপথে ধোনির হঠাৎ টেস্ট অবসরে দলকে নেতৃত্ব দিয়েছিলেন বিরাট৷ চার টেস্টের সিরিজ ০-২ হেরেছিল ভারত৷ এবারও বিরাট ভবিষ্যত দেখছেন গিলি৷ প্রাক্তন অজি অধিনায়ক বলেন, 'আমার মনে হয়ে ২০১৪ মতো এবারও টেস্ট সিরিজে বিরাটকে আগের মতো ফর্মে দেখা যাবে৷ কয়েকদিন আগে আমি ওর সঙ্গে কথা বলেছিলাম৷ ওকে দারুণ আত্মবিশ্বাসী মনে হচ্ছিল৷ সিডনিতে সিরিজের শেষ টি-২০ ম্যাচে ও যেভাবে ব্যাটিং করল, তাতে টেস্ট সিরিজে বিরাট রান না-পেলে আমি হবাক হব৷'

তবে ভারতকে সিরিজ জিততে হলে বিরাটের পাশাপাশি অন্য ব্যাটসম্যানদেরও রান পেতে হবে বলে মনে করেন প্রাক্তন অজি উইকেটকিপার ব্যাটসম্যান৷ তিনি বলেন, 'অস্ট্রেলিয়ায় ভারতের সিরিজ জয়ের সাফল্য নির্ভর করছে ব্যাটসম্যানদের উপর৷ বাকিরা বিরাটকে সাপোর্ট করলে ভারতের যা বোলিং লাইন-আপ রয়েছে, তাতে অস্ট্রেলিয়াকে দু'বার আউট করা সম্ভব৷'

বিরাট ফর্মের পাশাপাশি অস্ট্রেলিয়া দলে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের না-থাকায় ভারত অ্যাডভান্টেজ থাকবে বলে মনে করেন গিলি৷ বল বিকৃতি কাণ্ডে এক বছরের নির্বাসন কাটানোয় স্মিথ ও ওয়ার্নারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া৷