মাত্র হাজার টাকায় এয়ার ইন্ডিয়ার গভীর রাতের উড়ান


নয়াদিল্লি: শীতের ছুটির আগেই এই সপ্তাহ থেকে এয়ার ইন্ডিয়া চালু করছে সস্তার গভীর রাতের উড়ান৷ এই নতুন গভীর রাতের উড়ানের মূল ভাড়া শুরু এক হাজার টাকা থেকে৷ যেগুলির রুট বেঙ্গালুরু- আহমেদাবাদ বেঙ্গালুরু, দিল্লি- কোয়েম্বাটোর-দিল্লি, দিল্লি-গোয়া-দিল্লি ইতাদি ৷

এয়ার ইন্ডিয়ার 'রেড আই' উড়ান চলে গভীর রাত থেকে ভোর পর্যন্ত৷ সস্তার এই উড়ান পরিষেবা দিয়ে একদল যাত্রীদের আকৃষ্ট করতে চাইছে এয়ার ইন্ডিয়া পাশাপাশি এই পরিকল্পনার উদ্দেশ্য হল ব্যস্ত সময়ে এয়ার ট্রাফিক জ্যাম এড়িয়ে চলা৷ তাছাড়া এই ভাবে গভীর রাতের উড়ান ধরলে যাত্রীরা তাদের হোটেলের খরচও বাঁচাতে পারবেন৷

এয়ার ইন্ডিয়ার এআই৫৮৯ উড়ান বেঙ্গালুরু থেকে ছাড়ে রাত সাড়ে বারোটায় এবং রাত ২টো৩৫মিনিটে পৌছয় আহমেদাবাদে এবং সেই উড়ান সেখান থেকে ৩টে ৫মিনিটে রওনা হয়ে ভোর ৫.২৫ মিনিটে ফিরে আসবে৷ এক্ষেত্রে ১৫ দিন আগে এই উড়ানের বেসিক ভাড়া শুরু হচ্ছে ১০০০টাকা থেকে৷

আবার এআই৫৪৭ দিল্লি-কোয়েম্বাটোর উড়ান ছাড়ছে রাত ৯টা ১৫ মিনিটে এবং সাড়ে ১২টায় পৌছে সেখান থেকে রাত ১টা থেকে ভোর ৪টে মধ্যে চলাচল করছে ৷ এই রুটে বেসিক ফেয়ার শুরু হচ্ছে কর ব্যতিত ২৫০০টাকা থেকে৷

গোয়াগামী দিল্লি থেকে উড়ান ছাড়ছে রাত ১০টায় এবং নামছে ১২টা ৩৫মিনিটে যা আবার ১.১৫ মিনিটে ছেড়ে ভোর ৩টে ৪০ মিনিটে পৌঁছে যাচ্ছে যার ভাড়া শুরু হচ্ছে ৩০০০টাকা৷

এদিকে সামনের শীতেই যাত্রীদের আকৃষ্ট করতে আরও কয়েকটি বিমান সংস্থা সংস্থায় উড়ান পরিষেবা দিতে উদ্যোগী হয়েছে ৷ যেমন ইন্ডিগো ১০ লক্ষ আসন অফার করেছে যার ভাড়া শুরু ৮৯৯টাকা থেকে এবং ইন্ডিগো এমন প্রমোশনার অফার দিয়েছে ১৩ লক্ষ আসন৷