সাত মাসের সফর শেষ, লালগ্রহের মাটি ছুঁল নাসা ইনসাইট মিশন


সাত মাস ধরে মহাকাশের বুকে নিরন্তর যাত্রা। অবশেষে লাল গ্রহ মঙ্গলের বুকে অবতরণ ঘটল নাসার ইনসাইট মিশন-এর। অবতরণের কয়েক মিনিটের মধ্যেই নাসার দফতরে ছবি পাঠায় ইনসাইট মিশন। এই ছবি প্রমাণ করে দেয় যে কৃত্রিম উপগ্রহটি ভালো এবং সুরক্ষিত আছে। এমনকী যে স্থানে কৃত্রিম উপগ্রহটি অবতরণ করেছে সেখানকার ছবিও পাঠায় নাসার দফতরে। 

নাসার জেট পপুলেশন ল্যাবরেটরি থেকে এই অভিযান নিয়ন্ত্রণ করা হচ্ছিল। ইনসাইট মিশন লাল গ্রহের মাটি ছুঁতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন সকলে। একে অপরকে অভিনন্দন জানাতে থাকেন। ইনসাইট মিশন-এর মঙ্গলের মাটি ছোঁয়ার লাইভ বিশ্বজুড়েই এদিন বহু মানুষ প্রত্যক্ষ করেছেন। এমনকী, টাইমস স্কোয়ারের নাসডাক স্টক মার্কেট টাওয়ারের বিশাল জায়ান্ট স্ক্রিনেও ইনসাইট মিশনের অবতরণের লাইভ দেখানো হয়।