জ্বালানিতে 'আচ্ছে দিন'! মার্চের পর প্রথমবার মুম্বইয়ে পেট্রোল গেল ৮০-র নিচে


মঙ্গলবার পেট্রোল ও ডিজেলের দামে বড় পতন লক্ষ্য করা গিয়েছে। ২০১৮-র মার্চের পর এই প্রথমবার মুম্বইয়ে পেট্রোল বিক্রি হয়েছে ৮০ টাকার নিচে। বড় শহরগুলিতে এদিন লিটার পিছু জ্বালানির মূল্য কমেছে ৪০ থেকে ৪৫ পয়সা করে।


দিল্লিতে জ্বালানির মূল্য
এদিনের মূল্য কমার পর দিল্লিতে পেট্রোলের মূল্য দাঁড়িয়েছে লিটার পিছু ৭৪.০৭ টাকা। সোমবার যা ছিল ৭৪.৪৯ টাকা। ডিজেলের মূল্য দাঁড়িয়েছে ৬৮.৮৯ টাকায়। সোমবার যা ছিল ৬৯.২৯ টাকায়।
   

মুম্বইয়ে জ্বালানির মূল্য
মুম্বইয়ে এদিন পেট্রোলের মূল্য দাঁড়িয়েছে লিটার পিছু ৭৯.৬২ টাকা। সোমবার যা ছিল ৮০.০৩ টাকা। ডিজেলে মূল্য হ্রাস হয়েছে ৪৩ পয়সা। দাম হয়েছে ৭২.১৩ টাকা।

   

চেন্নাইয়ে জ্বালানির মূল্য
চেন্নাইয়ে পেট্রোলের মূল্য লিটার পিছু ৭৬.৮৮ টাকা। সোমবার যা ছিল ৭৭.৩২ টাকা। ডিজেলের মূল্য লিটার পিছু ৭২.৭৭ টাকা।
   

কলকাতায় জ্বালানির মূল্য
কলকাতায় এদিন পেট্রোল বিক্রি শুরু হয়েছে ৭৬.০৬ টাকায়। সোমবার যা ছিল ৭৬.৪৭ টাকা। ডিজেলের মূল্য লিটার পিছু ৭০.৭৪ টাকা।
100 কেজি থেকে 64 কেজি, মাত্র 30 দিনে!
100 কেজি থেকে 64 কেজি, মাত্র 30 দিনে!
২ মাসে ৩০কেজি-র বেশি ওজন ঝরাতে চান? করুন এই একটা সহজ জিনিস
   

নভেম্বরেই মূল্য হ্রাস ৫ টাকার বেশি
শুধুমাত্র নভেন্বরেই দেশের মেট্রো শহরগুলিতে পেট্রোলের মূল্য হ্রাস হয়েছে ৫.৫০ টাকার মতো। অন্যদিকে ডিজেলে মূল্য হ্রাস হয়েছে ৫ টাকার মতো। এই মূল্যহ্রাসে বড় সুবিধা পেয়েছেন গ্রাহকরা।
   

আন্তর্জাতিক বাজারে মূল্য ২০১৮-র সব থেকে কম
গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারেও জ্বালানির মূল্য ব্যাপক হ্রাস পেয়েছে। শুক্রবার আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য ছিল ২০১৮-র সবথেকে কম। ২০১৭-র ডিসেম্বরে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ছিল ব্যারেল পিছু ৫৯.০৪ ডলার। মঙ্গলবার সেই দাম দাঁড়িয়েছে ৬০.৫০ ডলারে।