নাগেরবাজার বিস্ফোরণে মৃত্যু ৮ বছরের বালকের

হাসপাতালের বিছানায় শুয়ে ছোট্ট বিভাস

দমদমের নাগেরবাজারে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল এক বালকের। মৃতের নাম বিভাস ঘোষ। বয়স ৮ বছর।

গান্ধী জয়ন্তীর সকালে সাড়ে ৯টা নাগাদ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে নাগেরবাজারের কাজিপাড়া এলাকা। বিস্ফোরণে আহত হন ১২ জন। সঙ্গে সঙ্গেই তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় আহতদের মধ্যে ৮ জনকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকি ৪ জনকে স্থানান্তরিত করা হয় এনআরএস-এ। পরে এসএসকেএম-এ মৃত্যু হয় ৮ বছরের বিভাসের।

জানা গিয়েছে, বিস্ফোরণের সময় ওই এলাকা দিয়ে মায়ের সঙ্গে যাচ্ছিল বিভাস। বিস্ফোরণের ফলে গুরুতর জখম হয় সে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রাস্তার উপর। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে ছোটেন স্থানীয়রা। কিন্তু শেষরক্ষা হল না। পুজোর আগেই বিস্ফোরণ ডেকে আনল মর্মান্তিক পরিণতি।

অন্যদিকে, এখনও পর্যন্ত পুলিস নিশ্চিত নয় কী থেকে বিস্ফোরণ। তবে ব্যারাকপুর পুলিস কমিশনার স্পষ্ট করে দিয়েছেন, সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ ঘটেনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি ব্যাগের মধ্যে বিস্ফোরক রাখা ছিল। তা থেকেই বিস্ফোরণটি ঘটে।