পর্দার্থবিদ্যায় নোবেল জিতলেন তিন বিজ্ঞানী


নিউ ইয়র্ক: চলতি বছরেই পদার্থবিদ্যার উপরে নোবেল পুরষ্কার পেলেন তিন বিজ্ঞানী৷ মার্কিন যুক্তরাস্ট্রের আর্থার আসকিন, ফ্রান্সের জেরার্ড মোরোউ, কানাডার ডোন্না স্ট্রিকল্যাণ্ড৷ লেজার পালসের উপর গবেষণা করেছিলেন তাঁরা৷ মঙ্গলবার স্টকহোমের রয়্যাল সুইডিস অ্যাকাডেমি অফ সায়েন্সের ঘোষণা করা বিপুল অংকের (9m সুইডিস ক্রোনর) প্রাইজ মানির অধিকারী হন এই ত্রয়ী৷

নোবেল কমিটি জানাচ্ছে, বিশেষ উদ্ভাবন'ওপটিক্যাল ট্যুইর্জাস'এর জন্য প্রাইস মানির অর্ধেক জিতে নেন আসকিন৷ মোরোউ ও স্ট্রিকল্যাণ্ড উভয়েই তাদের আবিষ্কারের জন্য প্রাইস মানির এক চতুর্থাংশ করে পান৷ ওন্টারিওর দ্য ইউনির্ভাসিটি অফ ওয়াটারলুর স্ট্রিকল্যাণ্ড পদার্থবিদ্যার উপর তৃতীয় মহিলা নোবেলজয়ী৷ পিএইচড ছাত্রী হিসেবে কাজ করার জন্যই বিশেষ পুরষ্কারে তাঁকে সন্মানিত করা হয়৷ এর আগে ১৯৮৩ সালে নোবেল পেয়েছিলেন মারিয়া জিওপার্ট মেয়ার।

স্ট্রিকল্যাণ্ড টেলিফোনে ইন্টারভিউ দেওয়ার সময় জানান, 'মহিলা পদার্থবিদ হিসেবে বিষয়টিকে সেলিব্রেট করার প্রয়োজন৷ আশা করছি, ভবিষ্যতে আরও মহিলা পর্দাথবিদের সংখ্যা বাড়বে৷ তাদেরই একজন হতে পেরে ভাল লাগছে৷' নোবেল কমিটিকে আসকিন জানান, তিনি আগামী প্রজেক্টের জন্য ভীষণই ব্যস্ত৷ সেজন্যই এই মুহুর্তে কোন ইন্টারভিউ দিতে পারছেন না৷ অন্যদিকে, ২০১৮ মেডিসিনের উপর নোবেল পেয়েছেন জেমস আলিসন ও তাসুকু হোনজো৷