কেরলের বন্যায় উদ্ধার করেছিলেন প্রচুর মানুষকে, দুর্ঘটনায় মৃত্যু হল তাঁরই


তিরুঅনন্তপুরম: শতাব্দীর বিধ্বংসীতম বন্যার সাক্ষী ছিল কেরল ৷ গত ৮৭ বছরে এমন ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়নি কেরল ৷ ভেসে গিয়েছে হাজার হাজার বাড়ি ৷ ঘর-বাড়ি-সম্পত্তি হারিয়ে কার্যত পথে বসেছেন কয়েক হাজার মানুষ ৷ বিপর্যস্ত মানুষের সামনে সাক্ষাৎ 'ভগবানের দূত' হিসেবে হাজির হয়েছিলেন এক মৎস্যজীবী ৷ কয়েকশো মানুষকে বন্যার কবল থেকে রক্ষা করেছিলেন তিনি ৷ সোমবার সকালে একটি পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি ৷
তিরুঅনন্তপুরমের বাসিন্দা জিনেশ জেরন ৷ বয়স মাত্র ২৪ ৷ সোমবার সকালে মোটর সাইকেল চালিয়ে তামিলনাড়ুতে কাজে যাচ্ছিলেন ৷ কাজে যাওয়ার পথে ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় জিনেশের ৷ সেন্ট থমাস চার্চে জিনেশের মৃতদেহ কবরস্থ করা হয় ৷ বন্যার সময় যাদের তিনি উদ্ধার করেছিলেন, তারা সেই সময় উপস্থিত ছিলেন চার্চে ৷