দমদম নাগেরবাজারের বহুতলে বিস্ফোরণ, আহত মহিলা ও শিশু-সহ ১০, এলাকায় পুলিশ


ব্যাপক বিস্ফোরণে কেঁপে উঠল দমদমের নাগেরবাজার এলাকা। কাজিপাড়া রোডে একটি বহুতলের একতলায় একটি ফলের গুদামে এই বিস্ফোরণ ঘটে। সকাল পৌনে দশটা নাগাদ এই বিস্ফোরণে মহিলা ও শিশু সহ কমপক্ষে দশ জন আহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। চিকিৎসার জন্য আহততের অনেককে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে।আহতদের মধ্যে অনেকের অবস্থাই বেশ গুরুতর। তাঁদের আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতসকালে এই বিস্ফোরণের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। গুদামের পাশে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। বিস্ফোরণের তীব্রতায় ফলের গুদামের শাটার ভেঙে বেরিয়ে আসে রাস্তায়।

কাজিপাড়ার এই বহুতলের একতলাতেই রয়েছে তৃণমূলের দলীয় কার্যালয়। এই কার্যালয়েই বসেন দক্ষিণ দমদম পুরসভার পুরপ্রধান পাচু রায়। এ দিনও তাঁর সেখানে থাকার কথা ছিল। তবে বিস্ফোরণের সময় তিনি ওই কার্যালয়ে ছিলেন না। যদিও পরে তিনি দাবি করেছেন, ওই বিস্ফোরণের লক্ষ্য ছিলেন তিনিই। বস্তায় করে এই বোমা আনা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
 
ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। বোমা বা অন্য কিছু থেকে এই বিস্ফোরণ কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।