সকাল সকাল দুঃসংবাদ! পথদুর্ঘটনায় প্রাণ হারালেন এই সুরকার


তিরুঅনন্তপুরম: চলে গেলেন প্রখ্যাত মালয়ালি সুরকার এবং ভায়োলিনবাদক বালাভাস্কর চন্দ্রন (৪০)৷ মঙ্গলবার সকালে মৃত্যু হয় তাঁর৷ গত ২৫ সেপ্টেম্বর তিরুঅনন্তপুরমে ভয়াবহ এক পথদুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল তাঁর দু'বছরের শিশুকন্যার৷ হাসপাতালে চিকিৎসা চলছিল বালাভাস্কর, তাঁর স্ত্রী লক্ষ্মী ও গাড়ির চালক অর্জুনের৷

এরইমধ্যে মঙ্গলবার সকালে এল এই দুঃসংবাদ৷ তাঁর মৃত্যুসংবাদে শোকের ছায়া দক্ষিণের সঙ্গীতজগতে৷ শুধু দক্ষিণ ভারত কেন তাঁর ভায়োলিনের ভক্ত অগুনতি৷ গত ২৫ তারিখ স্ত্রী লক্ষ্মী, মেয়ে তেজস্বিনীকে ঘুরতে যান এই শিল্পী৷ পাল্লিপুরম সিআরপিএফ ক্যাম্পের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে৷

তাঁদের উদ্ধার করে শহরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে ছোট্ট তেজস্বিনীকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷ আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিলেন সস্ত্রীক-বালাভাস্কর ও তাঁদের গাড়ির চালক৷ মাত্র সতেরো বছর বয়সে 'মঙ্গলা পল্লক' নামে একটি মালয়ালম ছবিতে সুর দিয়ে জনপ্রিয়তা পান তিনি৷ এরপর একে একে বহু ছবি, অ্যালবামে কাজ করেছেন এই দক্ষিণী তরুণ শিল্পী৷ বালালীলা নামে একটি ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি৷ কেরল-সহ বিভিন্ন জায়গায় পারফর্ম করত এই ব্যান্ড৷

২০০৮ সালে বিসমিল্লা খান যুব সঙ্গীতকার পুরস্কার আসে বালাভাস্করের ঝুলিতে৷ ইনস্ট্রুমেন্টাল মিউজিক (ভায়োলিন)-এর জন্য কেন্দ্র সঙ্গীত নাটক অ্যাকাডেমি এই পুরষ্কার দেয়৷ তাঁর মৃত্য সংবাদে শোকের ছায়া শিল্পীমহলে৷ শোকবার্তা টুইট করেছেন বালাভাস্করের অগনিত ভক্তকূল৷