কাশ্মীরি ছাত্রদের ওপরে হামলা! ১১ রাজ্য সহ কেন্দ্রের জবাবদিহি চাইল সুপ্রিম কোর্ট


পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলার পরে দেশের বিভিন্ন রাজ্যে কাশ্মীরিদের ওপরে হামলার ঘটনা সামনে এসেছে। এই ঘটনা জানিয়ে আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের হয়েছে সর্বোচ্চ আদালতে। তার প্রেক্ষিতেই ১১ রাজ্য সহ কেন্দ্রের কাছে জবাবদিহি চাইল সুপ্রিম কোর্ট।

বিভিন্ন রাজ্যে এই ঘটনা ঘটছে বলে সুপ্রিম কোর্টের গোচরে আনা হয়েছে। বিশেষ করে পুলওয়ামার ঘটনার পর সেই প্রবণতা বেড়ে গিয়েছে। বিভিন্ন রাজ্যের মানুষের সঙ্গে কাশ্মীরিদের দূরত্ব একধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে।

এদিন শীর্ষ আদালত মুখ্য সচিব ও ডিজিপিকে নির্দেশ দিয়েছে কাশ্মীরিদের ওপরে হামলা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এলএন রাও, সঞ্জীব খান্নার বেঞ্চ শুনানির পর এই সিদ্ধান্ত নিয়েছে।