আইপিএলে উদ্বোধনী অনুষ্ঠান বন্ধ, শহিদ পরিবারকে আর্থিক সাহায্য বোর্ডের


নয়াদিল্লি: পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ পরিবারের পাশে দাঁড়াল ভারতীয় ক্রিকেট বোর্ড৷ ২০১৯ দ্বাদশ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বিসিসিআই৷ সেই অর্থ শহিদ পরিবারদের দেওয়ার সিদ্ধান্ত নিল বিসিসিআই৷ শুক্রবার সিওএ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷

দিল্লিতে এদিন সিওএ কমিটির বৈঠকের পর সিওএ প্রধান বিনোদ রাই জানান, 'আমরা এ বছর আইপিএলের উদ্বোধন অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি৷ সেই অর্থ দিয়ে পুলওয়ামায় শহিদ পরিবারদের দেওয়া হবে৷' চলতি বছর অর্থাৎ দ্বাদশ আইপিএল শুরু হবে ২৩ মার্চ৷ চেন্নাইয়ে আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি মহেন্দ সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷

১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় পাক মদতপুষ্ট জঙ্গি সংঘঠন জইশ-ই মহম্মদের আতঙ্কবাদী হামলায় শহিদ হন ৪০ জন ভারতীয় জওয়ান৷ সিআরপিএফ-এর কনভয়ে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে হামলায় চালা জইশের জঙ্গি৷ এই ঘটনার পরই পাকিস্তানের বিরুদ্ধে 'বদলা' চেয়ে দাবি তোলে দেশের সাধারণ মানুষ৷ পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও পাকিস্তানকে বয়কটের দাবি তোলা হয়৷ দাবি জানানো হয় আসন্ন বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ বয়কটের৷ বোর্ড সুত্রের খবর, ভারত সরকারের তরফে বোর্ডের উপর বিশ্বকাপে পাক ম্যাচ বয়কটের নির্দেশ দেওয়া হয়৷

কিন্তু বিশ্বকাপে ম্যাচ বয়কট করলে আইসিসি-র শাস্তির মুখে পড়তে হতে পারে, এ কথা মাথায় রেথে তড়িঘড়ি কোনও সিদ্ধান্তের পথে হাঁটতে চাইছে না বিসিসিআই৷ এদিন তা স্পষ্ট করে দিয়েছেন সিওএ প্রধান৷ যদিও এদিনের বৈঠকে বিশ্বকাপে পাক ম্যাচ বয়কটের ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি বোর্ডের এই কমিটি৷ সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সিওএ প্রধান৷
 
বৈঠকের পর বিনোদ রাই জানান, আমরা সরকারের সঙ্গে কথা বলছি৷ কিন্তু ১৬ তারিখ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আমরা এখনই কোনও সিদ্ধান্ত নিচ্ছি না৷' তবে আইসিসি-কে যে বিসিসিআই চিঠি দিচ্ছে, তা পরিষ্কার করে দেন সিওএ প্রধান৷ বিনোদ রাই আরও বলেন, 'আমরা দু'টি বিষয় আইসিসি-কে জানাব৷ প্রথমত বিশ্বকাপের সময় ক্রিকেটারদের আরও বেশি নিরাপত্তা দিতে হবে৷ দ্বিতীয়ত, জঙ্গিদের মদত দেওয়া কোনও দেশের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক যাতে না রাখা হয়৷'

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ১৬ জুন৷ ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-পাক মহারণের দিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেটবিশ্ব৷ সুতরাং এই ম্যাচ বয়কট করলে শাস্তির মুখে পড়তে হবে পারে ভারতকে৷ তাই ভেবেচিন্ত পা-ফেলতে চাইছে বিসিসিআই৷ ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে দ্বাদশ বিশ্বকাপ শুরু ৩০ মে৷ ফাইনাল ১৪ জুলাই৷