সেনার হাতে খতম এক লস্কর জঙ্গি, বাকি আর দুই


শ্রীনগর: সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে এক লস্কর জঙ্গি৷ শুক্রবার কাশ্মীরের সোপোরে সকাল থেকে চলে গুলির লড়াই৷ এখনও অপারেশন চলছে৷ লুকিয়ে থাকা অপর জঙ্গিদের খতম করতে অভিযান আরও তীব্র করেছে সেনাবাহিনী৷

এদিন সকালে বারামুল্লা জেলার সোপোরের ওয়ারপোরাতে তিন জঙ্গির লুকিয়ে থাকার খবর পায় সেনাবাহিনী৷ তাদের খতম করতে শুরু হয় অভিযান৷ শুরু হয় তীব্র গুলির লড়াই৷ সেনাবাহিনীর আক্রমণের মুখে তিন জঙ্গি ক্রমশ পিছু হটতে থাকে৷ তাদের ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী৷ এক জঙ্গিকে খতম হলেও বাকি আরও দুই৷

এই অভিযানে রয়েছে রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ এবং জ্মমু-কাশ্মীর পুলিশের যৌথবাহিনী৷ সমগ্র এলাকা ১৪৪ জারি করা হয়েছে৷ বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সার্ভিসও৷
 
এদিকে বুধবার সন্ধ্যায় নগিশরাং এলাকায় সেনা ক্যাম্পের বাইরে কয়েকজনের কাজ সন্দেহজনক মনে হয় সেনার৷ কোনও অপ্রিয় ঘটনাাতে না ঘটে তার জন্য সতর্ক সেনাবাহিনী৷ শূন্যে কয়েক রাউন্ড গুলিও ছোঁড়া হয়৷ এরপরেই চারপাশের এলাকা ঘিরে ফেলা হয়৷ শুরু হয়ে যায় তল্লাশি অভিযান৷

বুধবার সন্ধ্যা থেকেই লাগাতার ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে শেলিং পাকিস্তান সেনাবাহিনীর। মর্টার এবং ছোট অস্ত্রের সাহায্যে ভারতীয় সেনা ছাউনি টার্গেট করছে পাকিস্তান সেনাবাহিনী।