উত্তরপ্রদেশ পুলিশের হাতে গ্রেফতার ২ জইশ-সন্ত্রাসবাদী


উত্তর প্রদেশের পুলিশের সন্দেহ, ধৃত দুই সন্ত্রাসবাদীর সঙ্গে যোগাযোগ রয়েছে জইশ-ই-মহম্মদ -এর। পুলিশ সূত্রের খবর ধৃত দুজনই জম্মু-কাশ্মীর থেকে উত্তর প্রদেশে এসেছিল।
যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে একজনের নাম শাহনাওয়াজ তেলি। সে জম্মু-কাশ্মীরের কুলগাম-এর বাসিন্দা। উত্তর প্রদেশ পুলিশের প্রধান ওপি সিং জানিয়েছেন যে, শাহনাওয়াজ আহমেদ জইশ-ই-মহম্মদের দলে নাম লিখিয়েছে। ধৃত অপর সন্ত্রাসবাদীর নাম আকিব আহমদ আলি। তার বাড়ি পুলওয়ামায় বলেই জানা গিয়েছে। ধৃতদের থেকে এটিএস দুটি .৩২ বোর পিস্তল এবং ৩০টি লাইভ কার্তুজ বাজেয়াপ্ত করেছে।

ও পি সিং আরও জানিয়েছেন, এই দুজন পুলওয়ামা হামলার পরে ভারতে এসেছে, নাকি আগে থেকেই এখানে আছে, সেটা এখনই সঠিক ভাবে বলা যাচ্ছে না। IG (ATS) অসীম অরুণ দুই সন্ত্রাসবাদীকে জিজ্ঞাসাবাদ করছেন। উত্তরপ্রদেশের ATS বিভাগের গোয়েন্দারা অন্য আরও ১০ জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করছেন।