২০১৬ সালের জানুয়ারি থেকে সপ্তম বেতন কমিশন লাগু হবে মিজোরামে


আইজলঃ  সরকারি কর্মীদের জন্যে সুখবর। সপ্তম বেতন কমিশনের সুপারিশ মানতে চলেছে রাজ্য সরকার। বেতন কমিশনের সুপারিশ মোতাবেক সরকারি কর্মীদের বেতন কাঠামো তৈরি করতে চলেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি সরকারি কর্মীরা। একই সঙ্গে রাজ্যে সপ্তম বেতন কাঠামো হওয়াতে উপকৃত হবেন কয়েকলক্ষ সরকারি কর্মী এবং পেনশনভোগীরা।

সম্প্রতি মিজোরামের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক বসে। বৈঠকে রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়ে শিলমোহর দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে রাজ্যে সপ্তম বেতন কমিশন লাঘু করলেন তিনি। এই সিদ্ধান্তে কিছুটা হলেও চাপ বাড়ল রাজ্যের কোষাগারে। প্রায় ৪০০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে বলে জানা গিয়েছে।
 
নয়া বেতনক্রম লাঘু হচ্ছে ২০১৬ সালের ১ লা জানুয়ারি থেকেই। তবে হাতে পেতে এখনও দুমাস। জানা গিয়েছে চলতি বছরের ১ লা সেপ্টেম্বর থেকে মিজোরাম সরকার সরকারি কর্মীদের হাতে নয়া বেতন ক্রম দেবেন।