নজিরবিহীন! ভোটের অনেক আগেই শুক্রবার রাজ্যে চলছে আসছে বাহিনী


1/9


নজিরবিহীনভাবে সাত দফায় রাজ্যে ভোটগ্রহণের নির্ঘণ্ট জারি করেছে নির্বাচন কমিশন। এনিয়ে ইতিমধ্যেই উষ্মাপ্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

   
2/9

ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকে পঞ্চায়েত ভোটের হিংসার কথা স্মরণ করিয়ে নির্বাচন কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনী দাবি করেছে বিরোধীরা। 

   
3/9

বিরোধীদের অভিযোগ মেনেই রাজ্যে বাহিনী পাঠাচ্ছে কমিশন। ভোটের আগে কোন জেলায় কত বাহিনী পাঠানো হচ্ছে, তা রাজ্য সরকারকে জানিয়ে দেওয়া হল। 

   
4/9

দক্ষিণ ২৪ পরগনা জেলায় পাঠানো হচ্ছে ২ কোম্পানি বাহিনী। কারণ, এই জেলা থেকে  সবচেয়ে বেশি অভিযোগ এসেছে।

   
5/9

উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মালদহ, পূর্ব মেদিনীপুর, উত্তর দিনাজপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান ও কলকাতা- এই ৮টি জেলায় থাকবে ১ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটে এই জেলাগুলি থেকে হিংসার খবর এসেছিল। 

   
6/9

শুক্রবারই রাজ্যে চলে আসছে বাহিনী। তারপর জেলায় যাবে তারা। সংশ্লিষ্ট জেলার পুলিস সুপারদের ইতিমধ্যেই তা জানিয়ে দেওয়া হয়েছে।  

   
7/9

ভোটের আগে জেলার স্পর্শকাতর এলাকাগুলিতে রুটমার্চ করবে বাহিনী। সাধারণ মানুষকে ভরসা দিতেই এই ব্যবস্থা। 

   
8/9

উত্তরবঙ্গ দিয়ে শুরু হচ্ছে রাজ্যের ভোট উত্সব। কিন্তু যেভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগেভাগে বাহিনী পাঠানো হল, তা কার্যত নজিরবিহীন। 

   
9/9

ভোটের আগে শুধুমাত্র রুটমার্চের জন্য বাহিনী আসছে। ভোটের নিরাপত্তার জন্য আরও বাহিনী আসবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।