‌গ্রাহকদের কার্ড ক্লোন করে চার লক্ষ টাকা হাতিয়ে ধৃত রেস্তোরাঁকর্মী


রেস্তোরাঁয় খেতে গিয়ে আজকাল অনেকেই ডেবিট বা ক্রেডিট কার্ডে বিল মেটান। আর সেই সুযোগে তাঁদের কার্ড ক্লোন করে নিয়ে প্রায় চার লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক রেস্তোরাঁকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিল্লির কনট প্লেসের একটি রেস্তোরাঁয়। পঙ্কজ কুমার নামে ওই কর্মীকে বুধবার গ্রেপ্তার করেছে পুলিস। প্রাথমিক তদন্ত শেষে দিল্লি পুলিসের ডেপুটি কমিশনার মধুর ভার্মা জানিয়েছেন, গত ১৪ ফেব্রুয়ারি একটি বেসরকারি ব্যাঙ্ক এই মর্মে মামলা রুজু করেছিল যে, তাদের কয়েকজন গ্রাহক ব্যাঙ্ককে অভিযোগ জানিয়েছিলেন, তাঁদের কার্ড তাঁদের কাছে থাকা সত্ত্বেও সেখান থেকে বেহিসেবি লেনদেন হয়েছে। এরপরই তদন্তে নেমে পুলিস বুঝতে পারে কনট প্লেসের একটি রেস্তোরাঁ থেকেই ওই সব কার্ডগুলিতে যাবতীয় লেনদেন হয়েছে। ওই রেস্তোরাঁয় কার্ডগুলি ব্যবহারের দিন মিলিয়ে পুলিস জানতে পারে পঙ্কজ নামে একজন স্টু্য়ার্টই ওই কার্ডগুলির যাঁরা প্রকৃত মালিক তাঁদের পরিষেবা দিয়েছিল। এরপরই ফাঁদ পেতে পঙ্কজকে জালে ধরে পুলিস। তার কাছ থেকে একটি ক্লোনিং করার স্ক্রিমারও উদ্ধার হয়েছে। পুলিসের দাবি, জেরায় পঙ্কজ স্বীকার করেছে, রাহুল নামে এক ব্যক্তির কাছে শিখে সে কার্ড রি–সোয়াইপ করে শেষ চারটি সংখ্যা, পিন নম্বর এবং ব্যাঙ্কের নাম তুলে নিত। কিন্তু ধরা পড়ার ভয়ে কোনও ক্লোন্‌ড কার্ডই একমাসের বেশি ব্যবহার করত না। এভাবে মোট ৩৭৫৩০০ টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে পঙ্কজ। তার কাছে তথ্য নিয়ে রাহুলের খোঁজ চলছে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার মধুর ভার্মা।