গুজরাটে প্রকাশ্যে PUBG খেলায় শ্রীঘরে ১০ কলেজছাত্র


প্রকাশ্যে PUBG খেলার জন্য ১০ কলেজছাত্রকে গ্রেফতার করল রাজকোট পুলিশ। অনলাইন গেমটি নিষিদ্ধ করার বিজ্ঞপ্তি জারি করার সাতদিনের মধ্যেই কড়া পদক্ষেপ করা শুরু করা হল।

জানুয়ারিতে বিভিন্ন জেলায় গুজরাট  সরকার এই খেলার উপর নিষেধাজ্ঞা জারি করার পর এই প্রথম গ্রেফতারির ঘটনা ঘটল। ১০ কলেজছাত্রের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

বুধবার ৬ জনকে গ্রেফতার করা হয় কলাবাদ রোডের আত্মীয় কলেজের কাছ থেকে। গ্যালাক্সি সিনেমার কাছ থেকে পাকড়াও করা হয় তিনজনকে। আর একজন গ্রেফতার হন নেপচুন টাওয়ারের কাছ থেকে। সব ক্ষেত্রেই প্রকাশ্যে পাবজি খেলছিল ছেলেগুলি।

পুলিশ ইনস্পেক্টর ভিএস বাঞ্জারা জানিয়েছেন, পুলিশ কমিশনারের বিজ্ঞপ্তি লঙ্ঘন করার জন্য এই ছাত্রদের গ্রেফতার করা হয়েছে। এই বিজ্ঞপ্তি যে শুধু কাগজপত্রেই সীমাবদ্ধ থাকবে না, পুলিশ সেই কড়া বার্তা দিতে চায় বলে জানান তিনি।