ভোটের মুখে শহর থেকে হিসাব বহির্ভূত ৩০ লক্ষ টাকা উদ্ধার


কলকাতা: টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ বার বার উঠেছে৷ তাই লোকসভা ভোট ঘোষণা হতেই সতর্ক প্রশাসন৷ কলকাতা থেকে উদ্ধার বিপুল পরিমাণ হিসাব বহির্ভূত টাকা৷ একজনকে গ্রেফতার করেছে কলকাতা গোয়েন্দা পুলিশ৷

পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে বড়বাজার থানা এলাকার এম জি রোডে অভিযান চালায় কলকাতা গোয়েন্দা পুলিশ। সেখানে তখন এক ব্যক্তি একটি ব্যাগ হাতে ঘোরাফেরা করছিল৷ পুলিশ তাকে প্রথমে আটক করে, তার ব্যাগে তল্লাশি চালায়৷ ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয় নগদ ৩০ লক্ষ টাকা৷ এই টাকা কার এবং কোথা থেকে এসেছে,কার কাছে পাঠানো হবে ? তার কোনও সঠিক উত্তর দিতে পারেনি ওই ব্যক্তি৷ এরপরই তাকে গ্রেফতার করা হয়৷

ধৃত ব্যক্তির নাম সুনীল শর্মা৷ বয়স ৪৬৷ বাড়ি বাগুইআটি থানার কেষ্টপুরের হানাপাড়া রবীন্দ্রপল্লী৷ আজ তাকে কোর্টে তোলা হলে পুলিশ তাদের হেফাজতে এনে জানতে চাইবে এই টাকা লোকসভা ভোটের কাজে ব্যবহার করার পরিকল্পনা ছিল কিনা৷ তার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা? শুধু টাকাই নয় ভোটের মুখে শহরে যাতে কোনও বেআইনী অস্ত্র বা বহিরাগত দুস্কৃতিরা না ঢোকতে পারে সেদিকেও নজর রাখছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ৷