এবার মার্কিন মুলুকেও নিষিদ্ধ হল 'ম্যাক্স'


ইথিয়োপিয়ান এয়ারলাইন্স ধ্বংসের জের। এবার দেশের আকাশে বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ এবং ম্যাক্স ৯-এর উড়ান বন্ধ করল আমেরিকা। বুধবার এই নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদসংস্থা এএনআই এই খবর জানিয়েছে।

সারা বিশ্বে সাড়ে তিনশোর বেশি বেয়িং ৭৩৭ ম্যাক্স বিমান আকাশে ওড়ে। এর মধ্যে ৭৪টি মার্কিন বিমানপরিবহন সংস্থাগুলির বহরের অন্তর্ভুক্ত বলে এফএএ সূত্রে খবর।

গত রবিবার ১৫৭ জন আরোহী-সহ মাঝ আকাশে ভেঙে পড়ে ইথিয়োপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান। এই দুর্ঘটনায় কোনও আরোহী প্রাণে রক্ষা পাননি। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি বোয়িং ৭৩৭-ম্যাক্স ছিল। যার জেরে জার্মানি, ফ্রান্স, ব্রিটন, সিঙ্গাপুর, চিন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার ইতোমধ্যেই বোয়িং ৭৩৭-ম্যাক্স বিমানে ওঠা-নামা নিষিদ্ধ করেছে। গতকাল ভারতেও এর উড়ানে নিষেধাজ্ঞা জারি করা হয়। এবার এই তালিকায় যুক্ত হল আমেরিকা।