সমস্ত বুথকে স্পর্শকাতর ঘোষণার দাবি বিজেপির, ২ ঘণ্টায় মোক্ষম পদক্ষেপ কমিশনের


1/7

বেলায় দিল্লিতে নির্বাচন কমিশনে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে দরবার করেছে বিজেপির প্রতিনিধি দল। বাংলার প্রতিটি বুথকে স্পর্শকাতর ঘোষণার দাবি করেছেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। তার দু'ঘণ্টার মধ্যে স্পর্শকাতর বুথ নিয়ে তথ্য সংগ্রহ শুরু করল নির্বাচন কমিশন। 

   
2/7

তারপরই সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাংলা শান্তিপূর্ণ রাজ্য। রাজ্যের মানুষকে অপমান করছে বিজেপি। নির্বাচনে যোগ্য জবাব দেবেন মানুষ।  

   
3/7

বুধবার রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা ও পুলিস সুপারদের কাছে আরও এক দফা রিপোর্ট চাইল কমিশন। 

   
4/7

শুধু তাই নয়, বিজেপির স্মারকলিপি পেশের ২ ঘণ্টার মধ্যে রাজ্য কমিশন জানাল, শনিবার রাজ্যে আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন।
 

   
5/7

সাধারণত কমিশনের ফুল বেঞ্চ এলে মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবকে বৈঠকে ডাকা হয়। কিন্তু এবার তাত্পর্যপূর্ণভাবে দুই আধিকারিকের সঙ্গে দেখা করবেন ডেপুটি কমিশনার।

   
6/7

বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন উপ-নির্বাচন কমিশনার। 

   
7/7

নিয়ম অনুযায়ী, কোনও অভিযোগ এলে তা খতিয়ে দেখতে বাধ্য থাকে কমিশন। রাজ্য ও জেলাস্তরের বক্তব্য চাওয়া হয়। এছাড়া কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের কাছ থেকে সংগ্রহ করা হয় তথ্য। সর্বোপরি কমিশনের নিজস্ব ব্যবস্থার মাধ্যমেও অভিযোগ খতিয়ে দেখা হয়। এক্ষেত্রে সেই ব্যবস্থা করা হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।