‌বয়কট করুন চীনা সামগ্রী, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‌‘#‌‌বয়কট চাইনিজ প্রোডাক্ট’‌


জঙ্গি মাসুদ আজহারকে বাঁচাতে ফের আসরে নেমেছে চীন। আর এজন্য সমস্ত ভারতবাসীর কাছে এখন বিরাগভাজন বেজিং। ভারতে বিক্রিত সমস্ত চীনের দ্রব্য বয়কট করা হোক। এমনটাই দাবি নেটিজেনদের। বৃহস্পতিবার সকাল থেকেই #boycottchineseproducts ‌লেখা ভরে যায় সোশ্যাল মিডিয়া। টপ ট্রেন্ডিংয়েও চলে আসে তা। নেটিজেনদের মতে, চীন বন্ধু পাকিস্তানের কথা ভেবেই এইভাবে বারংবার ভেটো দিয়ে আসছে। অথচ ভারতের বিশাল বাজারে চীনা দ্রব্য বিক্রি করে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছে চীনা সংস্থাগুলি। আর তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই চীনা সামগ্রী বয়কটের ডাক দেওয়া হয়েছে।

এদিকে, পুলওয়ামায় জঙ্গি হামলার পর ফ্রান্স রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে প্রস্তাব এনেছিল যে,‌ মাসুদ আজহারকে অবিলম্বে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করা হোক। এরপর আমেরিকা, ব্রিটেন এবং পরবর্তীতে রাশিয়া তাতে সম্মতিও জানিয়েছিল। আর প্রক্রিয়াগত কারণ দেখিয়েই চতুর্থবার এই ঘোষণাকে আটকে দিয়েছে চীন। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অন্যান্য স্থায়ী সদস্যরা রাজি থাকলেও তাদের সঙ্গে একমত হয়নি চীন। নিয়ম অনুযায়ী প্রস্তাব আনার দশ দিনের মধ্যে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের কোনও দেশ এই বিষয়ে আপত্তি না জানালে প্রস্তাবটি পাশ হয়ে যেত। সেই অনুযায়ী বুধবার ভারতীয় সময় রাত সাড়ে বারোটার আগেই এই নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিতে হত চীনকে। কিন্তু সেই সময়সীমার শেষ মুহূর্তে এসে প্রক্রিয়াগত কারণ দেখিয়ে এই ঘোষণা আটকে দেয় চীন। বেজিংয়ের দাবি, এই বিষয়ে সিদ্ধান্ত নিতে তাঁদের আরও সময় লাগবে। ফলে ফের এবার আটকে গেল সেই প্রক্রিয়া।