আজ জয়েন্টের ফল প্রকাশ


২০১৮ সালে মোট ১ লক্ষ ২৫ হাজার পরীক্ষর্থী জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেছে।

নিজস্ব প্রতিবেদন: বুধবার প্রকাশিত হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, বিকেল চারটের পর www.wbjeeb.in  ওয়েবসাইটে দেখা যাবে পরীক্ষার ফল। এছাড়া www.wbjeeb.nic.in ওয়েবসাইট থেকে র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করা যাবে।  এই পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা পশ্চিমবঙ্গের কলেজগুলিতে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং ফার্মেসির ডিগ্রি কোর্স পড়ার সুযোগ পাবে।

২০১৮ সালে মোট ১ লক্ষ ২৫ হাজার পরীক্ষর্থী জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেছে। ২২ এপ্রিল, রবিবার দু'টি শিফটে পরীক্ষা হয়েছিল। পেপার ওয়ানের পরীক্ষা হয়েছিল সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং পেপার টু-র সময় ছিল দুপুর ২টো থেকে বিকাল ৪টে পর্যন্ত। ৫ জুনের মধ্যে ফলপ্রকাশের কথা থাকলেও এ বছর পরীক্ষার এক মাসের মধ্যেই প্রকাশিত হচ্ছে ফল।