রেলে এবার প্রায় দশ হাজার চাকরি! মাধ্যমিক, স্নাতক উত্তীর্ণদের বড় সুযোগ


চাকরিপ্রার্থীদের জন্য ফের সুখবর দিল রেল। কীভাবে আবেদন করতে হবে, তাও জানানো হয়েছে রেলের তরফে।

কয়েক মাস আগেই প্রায় নব্বই হাজার চাকরির বিজ্ঞপ্তি জারি করেছিল ভারতীয় রেল। সেই পরীক্ষার দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও ফের ভারতীয় রেলে বিপুল চাকরির সুযোগ। এবারে অবশ্য বিজ্ঞপ্তি- রেল পুলিশে নিয়োগের জন্য।


জেনে নিন আবেদন প্রক্রিয়া

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮৬১৯ জনকে কনস্টেবল পদে নিয়োগ করা হবে। এর মধ্যে ৪৪০৩টি পদ পুরুষদের জন্য এবং ৪২১৬টি পদ মহিলাদের জন্য। 

এছাড়াও, ১১২০টি সাব-ইন্সপেক্টর পদেও নিয়োগ করা হবে। সাব-ইন্সপেক্টর পদে ৮১৯টি বরাদ্দ রয়েছে পুরুষদের জন্য এবং ৩০১টি পদ মহিলাদের। রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং রেলওয়ে স্পেশ্যাল প্রোটেকশন ফোর্সের শূন্যপদ পূরণের জন্য শীঘ্রই এই নিয়োগ হবে। কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর পদে সব মিলিয়ে মোট ৯৭৩৯টি পদে নিয়োগ করবে রেল।

কনস্টেবল পদের জন্য দশম শ্রেণি পাশ হতে হবে। ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়সের চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।

সাব-ইন্সপেক্টর পদের ক্ষেত্রে স্নাতকরা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বয়সসীমা ২০ থেকে ২৫।
এক নজরে দেখে নিন এই নিয়োগ সংক্রান্ত আরও কিছু জরুরি তথ্য— 
• ১ জুন, ২০১৮ থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু।
• ১ জুন, ২০১৮ সকাল দশটা থেকে অনলাইন আবেদন এবং পরীক্ষার ফি জমা দেওয়া যাবে।
• অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ দিন ৩০ জুন, ২০১৮।
• অনলাইন পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ দিন ২ জুলাই।
• অফলাইনে পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ দিন ৫ জুলাই ২০১৮।
আগ্রহী প্রার্থীদের ১৯ মে থেকে ২৫ মে সংখ্যার এমপ্লয়মেন্ট নিউজ-এর সংস্করণ দেখার জন্য অনুরোধ করা হয়েছে রেলের তরফে। বিস্তারিত জানার জন্য রেল মন্ত্রকের ওয়েবসাইট দেখতে পারেন চাকরিপ্রার্থীরা।।


কীভাবে আবেদন জানাবেন?

www.rrchubli.ইনে গিয়ে আবেদন জানাতে হবে। ওই ওয়েবসাইটেই বলে দেওয়া হয়েছে কীভাবে আবেদন জানাবেন। হ্যাঁ, অবশ্যই সমস্ত প্রক্রিয়া শেষে আবেদনটি ডাউনলোড করে একটা প্রিন্ট নিয়ে হার্ড কপি রাখুন নিজের কাছে।