কর্ণাটকে মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ এইচডি কুমারস্বামীর, বসেছে চাঁদের হাট

বেঙ্গালুরু: অবশেষে কর্ণাটকের মসনদে বসলেন এইচডি কুমারস্বামী ৷ বহুপ্রতীক্ষিত এই হাই প্রোফাইল শপথকে ঘিরে আগেই সেজে উঠেছিল বেঙ্গালুরু ৷ কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে বসেছিল চাঁদের হাট ৷ রাজ্যপাল ভাজুভাই ভালা কুমারস্বামী শপথ বাক্য পাঠ করিয়েছেন ৷

উপস্থিত ছিলেন মোদি বিরোধী একঝাঁক মুখ, কার্যত বলাই যায় কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র সৃষ্টি হয়েছে বিরোধীদের ঐক্যমঞ্চ । 

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -

সনিয়া গান্ধি

রাহুল গান্ধি

মমতা বন্দ‍্যোপাধ‍্যায়

বহুজন সমাজ পার্টির মায়াবতী

সমাজবাদী পার্টির অখিলেশ যাদব

লালুপ্রসাদের ছেলে,  আরজেডি নেতা তেজস্বী যাদব

অন্ধ্রপ্রদেশের মুখ‍্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও

আমন্ত্রিতদের তালিকায় মোদি বিরোধী হিসেবে পরিচিত, সদ্য রাজনীতিতে আসা কমল হাসান ৷

কংগ্রেসের সঙ্গে একমঞ্চে থাকবেন না বলে মঙ্গলবারই বেঙ্গালুরু ঘুরে গিয়েছেন তেলেঙ্গানার মুখ‍্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

কর্ণাটকে বিজেপির মুখের গ্রাস কেড়ে নিয়েছে কংগ্রেস ও জেডিএস জোট। তাই সরকার গড়লেও আশঙ্কা থাকছেই। তা আঁচ করেই কুমারস্বামীকে সহযোগিতার বার্তাই দিয়েছেন রাহুল-সনিয়া। শপথগ্রহণ অনুষ্ঠানে  বিরোধী জোটের মধ্যমণি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

শপথগ্রহণের পরে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী আমন্ত্রিত অতিথি, জোট সহযোগী কংগ্রেস ও বিভিন্ন পর্যায়ের মানুষ সর্বোপরি, রাজ্যের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন জেডিএস-কংগ্রেসকে সুযোগ দেওয়ার জন্য ৷ এক সঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন তিনি ৷