পাকিস্তানের গোলাবর্ষণ, সীমান্তে ঘরছাড়া ৪০ হাজার ভারতীয়


জম্মু : সীমান্তে পাকিস্তানের লাগাতার গোলাবর্ষণে প্রায় ৪০ হাজার ভারতীয় এখন ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়েছেন। জম্মু, সাম্বা ও কাঠুয়া জেলায় প্রায় ৪০ হাজার ভারতীয় নাগরিককে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের অনেককে শিবির করে রাখা হয়েছে। বাকিরা আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

সীমান্তে ক্রমাগত হামলা চালাচ্ছে পাকিস্তানি রেঞ্জার্স। সীমান্ত সংলগ্ন গ্রামগুলিকে লক্ষ্য করে মর্টার হামলা চালানো হচ্ছে। পালটা জবাব দিচ্ছে BSF। আরএস পুরা সেক্টর, আর্নিয়া, রামগড় ও অন্য সেক্টরগুলি থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। 

গতকাল পাকিস্তানের গুলিগোলা বর্ষণে আরএস পুরা ও রামগড় সেক্টরে ১৮ জন ভারতীয় নাগরিক আহত হন। তাঁদের জম্মুর গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে।