এবার ভোটে প্রার্থী হতে ৫ বছরের IT রিটার্ন জমা বাধ্যতামূলক


এবার থেকে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের বিগত ৫ বছরের আয়ের হিসেব জমা দিতে হবে। নির্বাচন কমিশনের সুপারিশ মেনে এমনই নিয়ম চালু করল কেন্দ্র। আগামী লোকসভা নির্বাচন থেকেই নয়া নির্দেশিকা কার্যকর হতে চলেছে।

এতদিন প্রার্থীদের কমিশনের কাছে দাখিল সম্পত্তির হলফনামায় ১ বছরের আয়কর রিটার্ন দাখিলের তথ্য উল্লেখ করতে হত। আগামী লোকসভা ভোটে এই নিয়মে বড় রদবদল ঘটাল কেন্দ্র। এ জন্য নির্বাচন পরিচালনা (সংশধোনী) বিধি, ২০১৯ এনেছে কেন্দ্র। নয়া বিধি অনুসারে, প্রার্থীদের বিগত ৫ বছরের সম্পত্তির হিসেব পেশ করতে হবে। এ ক্ষেত্রে ৫ বছরের আইটি রিটার্নের তথ্য কমিশনকে জানাতে হবে প্রার্থীদের।

নয়া বিধিতে প্রার্থীদের স্বামী/স্ত্রী, হিন্দু অবিভক্ত পরিবারের ক্ষেত্রে পরিবারের প্রত্যেক সদস্য এবং ডিপেন্ডেন্টদের আয়ের তথ্যও জমা দিতে হবে কমিশনের কাছে।