১০০ শতাংশ বিদ্যুতায়নের দৌরগোড়ায় ভারত


রায়পুর: তিনবছরের মধ্যে বাড়ি বাড়ি পৌঁছে যাবে বিদ্যুত৷ ১০০ শতাংশ বিদ্যুতায়নের লক্ষ্যে ২০১৭ সালে এই অঙ্গীকার করেছিল কেন্দ্রীয় সরকার৷ সেই লক্ষ্যমাত্রার একেবারে দৌরগোড়ায় দাঁড়িয়ে ভারত৷ কেন্দ্রীয় সরকারের আসা, নির্ধারিত সময়ের অনেক আগেই দেশের প্রতিটি ঘরে পৌঁছে যাবে বিদ্যুত৷

সৌভাগ্য পোর্টাল নামে একটি ওয়েবসাইটে দাবি করা হয়েছে, ১০০ শতাংশ বিদ্যুতায়ন থেকে আর কয়েক কদম দূর আছে ভারত৷ যে'কটা বাড়িতে এখনও বিদ্যুত পৌঁছে দেওয়া যায়নি চলতি বছর মার্চ মাসের মধ্যে সেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে৷ জানা গিয়েছে, প্রকল্পটি ছত্তিশগড়ে এসে একটু হোচট খেয়েছে৷ রাজ্যের ১৯ হাজার ৮৩৬টি পরিবারের বাড়িতে বিদ্যুত পৌঁছে দেওয়ার কাজ বাকি৷ এই বাড়িগুলি মাও অধ্যুষিত এলাকায়৷ সেই কারণে কিছু জায়গায় কাজ গিয়েছে আটকে৷ আবার কিছু জায়গায় ধীর গতিতে কাজ এগোচ্ছে৷

দেশের গরিব গৃহস্থের বাড়িতে বিদ্যুত পৌঁছে দিতে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে সৌভাগ্য প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সহজ বিজলি হর ঘর প্রকল্প' ওরফে সৌভাগ্য প্রকল্পে মোট খরচ হবে ১৬,৩২০ কোটি টাকা৷ প্রকল্পের সূচনার পরেই শুরু হয় বিদ্যুতায়নের কাজ৷ এই প্রকল্পের আওতায় ২ কোটি ৫৩ লক্ষ ৫৮২টি পরিবারে বিদ্যুত পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়৷ তার মধ্যে ২ কোটি ৫২ লক্ষ ৮০ হাজার ৭৮৬টি পরিবারে বিদ্যুতায়নের কাজ সম্পূর্ণ৷ অর্থাৎ ৯৯.৯২ শতাংশ বাড়িতে এখন জ্বলছে আলো৷
 
এই প্রকল্পের সঙ্গে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, ছত্তিশগড়ের প্রায় ২০ হাজার বাড়িতে বিদ্যুত পৌঁছে দেওয়ার কাজ বাকি৷ সেই কাজ ধীর গতিতে চলছে কারণ বাড়িগুলি মাও অধ্যুষিত এলাকায়৷ তবে তার মধ্যেও কাজ চলছে৷ সেই কাজ হলে স্বাধীনতার ৭২ বছর পর অন্ধকার দুর হবে দেশ থেকে।