সম্ভাবনা সন্ত্রাসবাদী হামলার, কড়া নিরাপত্তা পশ্চিম রেলে


ইন্টেলিজেন্স রিপোর্টের জেরে আরও কড়া করা হল পশ্চিম রেলের সব স্টেশনের নিরাপত্তা।নজরে রাখা হচ্ছে দূরপাল্লার ট্রেনগুলিতে। বিশেষ করে জম্মুতে যে সব ট্রেন যাওয়া আসা করছে, কড়া নজরে সেই সবই। 

চার্চগেটের আইজি দফতর থেকে গত ২২ ফেব্রুয়ারি মুম্বই, ভদোদরা, আমেদাবাদ, রাতলাম, রাজকোট এবং ভাবনগর স্টেশনের আরপিএফ প্রধানদের একটি চিঠি পাঠানো হয়। বলা হয় মন্দির, জনবহুল অঞ্চল সহ রেল স্টেশনেও সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা রয়েছে।

পশ্চিম রেলের আরপিএফ-এর প্রধান জনসংযোগ আধিকারিক রবীন্দ্র ভাকর জানিয়েছেন ২৭ এবং ২৮ ফেব্রুয়ারি বিশেষ বৈঠক হয়েছে মুম্বইয়ের জিআরপি আধিকারিক এবং জিআরপি কমিশনারের সঙ্গে। ট্রেন এবং স্টেশনে কী ভাবে বাড়ানো যায় নিরাপত্তা তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

আরপিএফ এবং জিআরপি কর্মীরা রেলযাত্রীদের ব্যাগ তল্লাশির পাশাপাশি দেহ তল্লাশিও চালাচ্ছেন।