প্রত্যেকদিন পাঁচেরও বেশি মহিলা ধর্ষণের শিকার হন


নয়াদিল্লি: প্রতিনিয়ত ঘটে চলেছে ঘটনাগুলি৷ কখনও চোখের সামনে, কখনও বা অগোচরে৷ প্রত্যেকদিন গড়ে পাঁচ জনের বেশি মহিলা ধর্ষণের শিকার হন৷ এমন তথ্য জানিয়েছে দিল্লি পুলিশ৷ চলতি বছরের প্রথম তিন মাসের তথ্য পর্যালোচনাতে উঠে এসেছে বিষয়টি৷

গত বছর প্রায় ৯৭ শতাংশের কাছাকাছি ধর্ষণের অভিযোগ জমা পড়েছে৷ যাদের মধ্যে বেশিরভাগ অভিযুক্তই অভিযোগকারীর পূর্ব পরিচিত৷ তথ্য বলছে, চলতি বছরে এখনও পর্যন্ত ৫৭৮টি কেস নথিভুক্ত করা হয়েছে৷ যেখানে গত বছরে অভিযোগের সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম, ৫৬৩ টি৷

পুলিশ সূত্রের খবর, সময়ের সঙ্গে তাল মিলিয়ে ধর্ষণের সংখ্যাও ক্রমাগত বেড়ে চলেছে৷ ২০১৭ তে মহিলা নিগ্রহের ঘটনা ঘটেছিল ৯৪৪৷ চলতি বছরে এখনও পর্যন্ত সংখ্যা ৮৮৩টি৷ ২০১৭ তে রিপোর্ট করা হয়েছিল ২,০৪৯টি রেপ কেস৷ অন্যদিকে, ২০১৬ তে নথিভুক্ত হয়েছিল ২,০৬৪ টি ধর্ষণের মামলা৷