দ্রুততম ১০০ কোটি ডলারের ব্যবসার রেকর্ড গড়ল 'অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার'


নয়াদিল্লি: গত ২৭ এপ্রিল মুক্তি পেয়েছে 'অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার'। শুরু থেকেই সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছে ছবিটি। এরই মধ্যে বিশ্বজুড়ে ১০০ কোটি মার্কিন ডলারের ব্যবসা করে ফেলেছে ডিজনি-মার্ভেলের ছবিটি। দ্রুততম ১০০ কোটি ডলারের ব্যবসা করার রেকর্ড গড়েছে এই ছবি।

উত্তর আমেরিকায় ৪,৪৭৪টি জায়গায় মুক্তি পেয়েছে 'অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার'। অন্যান্য দেশগুলির পাশাপাশি ভারতেও মুক্তি পেয়েছে ছবিটি। এদেশেও ছবিটি ভাল ব্যবসা করছে। মুক্তি পাওয়ার পর প্রথম সপ্তাহান্তেই ভারতে ছবিটির বক্স অফিস কালেকশন ১২০.৯ কোটি টাকা।

'অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার' সুপারভিলেন থানোসের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাচ্ছে ২২ জন সুপারহিরোকে। রবার্ট ডাউনি জুনিয়র, মার্ক রাফালো, বেনেডিক্ট কাম্বারব্যাচ, স্কার্লেট জোহানসন, ক্রিস ইভান্স, ক্রিস হেমসওয়ার্থ, শ্যাডউইক বোসম্যানের মতো অভিনেতা-অভিনেত্রীদের এই ছবিতে দেখা যাচ্ছে।