‘মেয়েদের সময়মতো বিয়ে হচ্ছে না, তাই বাড়ছে লাভ জিহাদ’


ভোপাল: উপযুক্ত বয়সে মেয়েদের বিয়ে হচ্ছে না বলে লাভ জিহাদের মতো ঘটনা ঘটছে৷ তাই এই ধরনের ঘটনা এড়াতে তাদের উচিত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ার৷ এমনই 'পরামর্শ' দিলেন বিজেপি বিধায়ক৷ মধ্যপ্রদেশের আগার মালওয়া কেন্দ্রের বিধায়ক গোপাল পারমার জানান, বাড়ির মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিন৷ তাহলেই লাভ জিহাদের ফাঁদ থেকে বাঁচানো যাবে৷

একটি অনুষ্ঠানে এসে বিজেপি বিধায়ক বলেন, ''আগে বাড়ির বড়রা কম বয়সে ছেলে-মেয়েদের বিয়ে ঠিক করে দিত৷ যাতে সেই সম্পর্ক বহুদিন টিকে থাকে৷ কিন্তু যবে থেকে মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর করে দিয়েছে সরকার তবে থেকে তাদের মধ্যে পালিয়ে যাওয়ার প্রবণতা বেড়ে গিয়েছে৷ সেই সঙ্গে লাভ জিহাদের ফাঁদে তারা জড়িয়ে পড়ছে৷

পেশায় আইনজীবী গোপাল পারমার লাভ জিহাদ নিয়ে বাবা-মায়েদের সতর্ক করে দেন৷ বলেন, কৈশোর কালে সব মেয়েদের মন উড়ু উড়ু হয়ে যায়৷ তাদের ভালো মন্দ বিচার করার ক্ষমতা থাকে না৷ অনেক সময় বিপথে চালিত হয়ে যায়৷ তাই সেই সব মেয়েদের মায়েরা সাবধান হয়ে যান৷ কারণ এরাই লাভ জিহাদের শিকার হয় পরবর্তীকালে৷ অপরাধীরা ভালো ছেলের মতো অভিনয় করে কমবয়সী মেয়েদের মন জয়ের চেষ্টা করে৷ অনেক মুসলিম ছেলে হিন্দু নাম নিয়ে মেয়েদের সঙ্গে ছলনা করে৷ তাই আগে থেকে মেয়েদের বিয়ে ঠিক হয়ে গেলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কমে যায়৷