ভোটের মুখে কালোটাকার রমরমা, বাজেয়াপ্ত ₹১২০ কোটির বেশি!


ভোটের মুখে কর্নাটকে উদ্ধার হল প্রচুর সন্দেহজনক নগদ, গয়না, মাদক-সহ একাধিক সামগ্রী, যার বাজারে মূল্য ১২০ কোটি টাকারও বেশি। শনিবার নির্বাচন কমিশনের বিশেষ নজরদারি দলের তল্লাশি অভিযানে এই বিপুল অঙ্কের সন্দেহজনক সম্পত্তি উদ্ধার হয়েছে বলে খবর। 

নির্বাচন কমিশন সূত্রের খবর, মোট ৬৭.২৭ কোটি টাকা নগদ, ২৩.৩৬ কোটি টাকা দামের ৫ লক্ষ লিটারেরও বেশি মদ, ৪৩.১৭ কোটি টাকার সোনা ছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে প্রেসার কুকার, সেলাই মেশিন, গুটখা, ল্যাপটপ, গাড়ি-সহ একাধিক জিনিস, যার বাজারে মূল্য ১৮.৫৭ কোটি টাকা।

কমিশনের আধিকারিকরা জানিয়েছেন, ১৫২.৭৮ কোটি টাকার নগদের মধ্যে ৩২.৫৪ কোটি টাকা তদন্তের পর বৈধ হিসেবে ছাড় দেওয়া গিয়েছে। বাকিটা বাজেয়াপ্ত করা হয়েছে। ৩৯.৮০ লক্ষ টাকার মাদক উদ্ধার হয়েছে। 

পুলিশ, আয়কর বিভাগের একাধিক দল গোটা কর্নাটক জুড়ে তল্লাশি অভিযান চালিয়েছে। নির্বাচনে কালোটাকার ব্যবহার রুখতেই এই ম্যারাথন তল্লাশি বলে জানিয়েছে কমিশন। 

কর্নাটকে ভোট ১২ মে। ভোটের ফল ঘোষণা করা হবে ১৫ মে।