প্রত্যেক পরিবারকে পাঁচ লক্ষ! নয়া যোজনা ঘোষণা মোদীর


নয়াদিল্লি: লালকেল্লা থেকে নতুন যোজনার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেপ্টেম্বর থেকেই সেই যোজনার সূচনা হবে বলে জানিয়েছেন তিনি।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী জানালেন, সেপ্টেম্বরেই শুরু হবে "জন আরোগ্য অভিযান" নামে ওই নতুন স্কিম। ২৫ সেপ্টেম্বর দীন দয়াল উপাধ্যায়ের জন্মদিনেই সেই বিশেষ প্রকল্পের সূচনা করবেন নরেন্দ্র মোদী।

এটিই বিশ্বের সবথেকে বড় স্বাস্থ্য বীমা প্রকল্প বলে দাবি কেন্দ্রের। যার হাত ধরে দেশের ১০ কোটি পরিবারের ৫০কোটি মানুষ ১৩৫০ ধরনের অসুস্থতার চিকিৎসা করাতে পারবে৷ এই প্রকল্পের ফলে বিভিন্ন অসুখে বেসরকারি হাসপাতালে চিকিৎসাও কম খরচে হবে৷

সাধারণ মানুষ যাতে কম খরচে ভাল স্বাস্থ্য পরিষেবা পায় তার জন্য এই ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। এই প্রকল্প চালু হলে নতুন করে কয়েক হাজার কর্মসংস্থান হবে বলেই আশা করা হচ্ছে।

সূত্রের খবর, এই প্রকল্পে মানসিক সমস্যা, টিকাকরণ, আইভিএফ-এর মতো বেশ কিছু বিষয় তালিকাভুক্ত নেই৷ পাশাপাশি, শিশুদের সার্জারি থেকে ক্যানসারের চিকিৎসার পৃথক পৃথক প্যাকেজ রয়েছে বলে জানা গিয়েছে৷

মোদীর এই হেলথ্ স্কিমের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ওবামাকেয়ারের থেকেও বেশি ভালো মোদীর হেলথ্কেয়ার প্ল্যান৷