বীরভূমে ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ, স্যালারি অ্যাকাউন্ট থেকে উধাও টাকা


স্যালারি অ্যাকাউন্ট থেকে পাঁচ দফায় আটচল্লিশ হাজার টাকা লোপাট। প্রতারণার অভিযোগ বীরভূমের সিউড়ির সুভাষ পল্লির বাসিন্দা প্রভাতরঞ্জন গোস্বামীর।


বীরভূম: স্যালারি অ্যাকাউন্ট থেকে পাঁচ দফায় আটচল্লিশ হাজার টাকা লোপাট। প্রতারণার অভিযোগ বীরভূমের সিউড়ির সুভাষ পল্লির বাসিন্দা প্রভাতরঞ্জন গোস্বামীর। দীর্ঘদিন দার্জিলিঙের এক বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন প্রভাতরঞ্জন। বছর কয়েক আগে চাকরি ছেড়ে ফিরে আসেন সিউড়িতে। কিন্তু তাঁর পিএফের টাকা দীর্ঘদিন বাকি পড়ে ছিল সংস্থার কাছে।

১৫ দিন আগে এক মহিলা তাঁকে ফোনে জানান, পিএফের টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। গতকাল সিউড়ির বেসরকারি ব্যাঙ্কে টাকা পড়েছে কিনা জানতে যান। কিন্তু পাসবই আপডেট করার পর মাথায় হাত প্রভাতরঞ্জনের। পাসবই অনুযায়ী, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই মাসের ৫ থেকে ৮ তারিখের মধ্যে পাঁচ দফায় প্রায় ৪৮ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। সিউড়ি থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ির থানার সাইবার সেল।