স্বাধীনতার ৭২ বছর, তবে ভারতের জাতীয় পতাকার বয়স ১১১ !


নয়াদিল্লি: স্বাধীনতার ৭২ বছর ৷ প্রথম জাতীয় পতাকার বয়স হল ১১১ বছর ৷ অবাক হলেন তো ৷ দেশের স্বাধীনতার বয়স যদি ৭২ হয়, জাতীয় পতাকার বয়স ১১১ ? হ্যাঁ কারণ স্বাধীনতার স্বপ্ন দেখা শুরু হয়েছিল তো অনেক আগেই ৷ লড়াই ও চলেছিল বহু বছর ৷ সংগ্রামীরা সেভাবেই রূপ দিয়েছিলেন তাঁদের জাতীয় পতাকার ৷ তবে বর্তমানের তেরঙ্গার থেকে তার রূপ ছিল অনেক আলাদা ৷ এই পতাকা উত্তোলন হয়েছিল দেশের বাইরে, জার্মানিতে ১৯০৭-এ ৷ ইর্ন্টারন্যাশনল সোশ্যালিস্ট কনফরেন্সের সভায় ভারতের জাতীয় পতাকা তুলেছিলেন সর্দারসিন রানা এবং ম্যাডাল ভিকাইজি কামা ৷ এটাই ছিল প্রথম তৈরি জাতীয় পতাকা ৷ ১১১ বছর আগে যা তৈরি হয়েছিল এবং আনা হয়েছিল সর্বসমক্ষে ৷

এর পিছনে এক গল্পও আছে ৷ ইর্ন্টারন্যাশনল সোশ্যালিস্ট কনফরেন্সে যোগদানের জন্য প্রয়োজন ছিল জাতীয় পতাকা ৷ ভারত তখন পরাধীন ৷ নিজস্ব পতাকা নেই ৷ তখন স্বাধীনতা সংগ্রামী সর্দারসিন রানা ও ম্যাডাল কামা জাতীয় পতাকাকে রূপ দেওয়ার চেষ্টা করলেন ৷ ব্যবহার করা হল ৩টি রং ৷ সবুজ-হলুদ-লাল ৷ তাতে যুক্ত হল আটটি পদ্মের ডিজাইন, সঙ্গে সূর্য ও আধা চাঁদ ৷ পতাকায় লেখা ছিল বন্দে মাতরাম ৷ মুসলমানের প্রতীক ছিল সবুজ রং ৷ হলুদ রংটি ছিল হিন্দুদের জন্য এবং লাল ছিল সোশ্যালিস্টদের ৷ আটটি পদ্ম বাছা হয়েছিল ব্রিটিশ ভারতের ৮টি রাজ্যকে মাথায় রেখে ৷ আধা চাঁদ ছিল দেশের মুসলমানদের জন্য ও সূর্য ছিল হিন্দুদের প্রতীক ৷ ম্যাডাম কামার শাড়ি দিয়ে তৈরি হয়েছিল পতাকাটি এবং সেলাইও করেছিলেন তিনি ৷

আপাতত সর্দারসিন রানার প্রপৌত্র রাজেন্দ্রসিন রানার কাছে রয়েছে এই পতাকাটি ৷ ১৯৯৬-২০১৪ পর্যন্ত ভাবনগরের সাংসদ ছিলেন তিনি ৷ ইর্ন্টারন্যাশনল সোশ্যালিস্ট কনফরেন্সের জন্য ৩টি পতাকা তৈরি হয়েছিল ৷ যার একটি এখনও আছে রাজেন্দ্রসিন রানার কাছে ৷ একটি রয়েছে পুণের এক সংগ্রহশালায় ৷ তবে তৃতীয়টির কোন খোঁজ নেই ৷