শিল্পশহরের ১০ হাজার শ্রমিকের হাতে রেনকোট তুলে দিলেন শুভেন্দু


হলদিয়া: বর্ষায় শ্রমিকদের কাজে কষ্ট হয়৷ সে কথা তিনি বিলক্ষণ জানেন৷ তাই তাঁদের পাশে দাঁডা়লেন মন্ত্রী শুভেন্দু অধিকারী৷ তুলে দিলেন রেনকোট৷ শিল্পশহর হলদিয়ায় শ্রমিকদের কষ্ট লাঘবের জন্য সিএসআর প্রকল্পের আওতায় এদিন এই রেনকোটগুলি দেওয়া হয়৷ এই প্রকল্পের প্রশংসা করেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী৷

মঙ্গলবার সন্ধ্যায় হলদিয়ার এইচপিএল লিঙ্ক রোডের পাশে আইভিএল ধুনসেরি এবং ইলেকট্রো স্টিল কারখানার গেট সংলগ্ন দু'টি জায়গায় শ্রমিকদের রেনকোট বিতরণ অনুষ্ঠানে শুভেন্দুবাবু শিল্পসংস্থাগুলির সিএসআর কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। আইএনটিটিইউসির উদ্যোগে এদিন হলদিয়ার সাড়ে ১০হাজার শ্রমিককে রেনকোট বিলি করা হয়। রেনকোট বিতরণের অনুষ্ঠান কার্যত বিশাল শ্রমিক সমাবেশের চেহারা নেয়।

শুভেন্দুবাবু বলেন, ''রেনকোট বিতরণ কর্মসূচির জন্য আমাকে পকেট থেকে এক টাকাও খরচ করতে হয়নি। আমি শুধু উদ্যোক্তা৷ এই আয়োজনের ব্যবস্থাপক মাত্র। এমসিপিআই, পেট্রকেম, আইওসি, এক্সাইডের মত হলদিয়ার ৪০টি কারখানা এই আয়োজনের প্রধান সহায়ক৷''

শুভেন্দুর কথায়, ''তাদের ডেকে আমি বর্ষার সময় শ্রমিকদের কর্মস্থলে যাতায়াতের সমস্যার কথা বলেছিলাম। বর্ষায় শ্রমিকরা অসুস্থ হলে তাঁর প্রভাব যেমন কারখানার কাজে পড়ে, তেমনই তাঁর পরিবারের উপরও পড়ে৷'' তিনি বলেন, এই বাস্তবতা মেনে একবাক্যে সব শিল্পসংস্থাই রাজি হয়ে রেনকোটের জন্য আর্থিক সাহায্য করেছেন৷ আগে শ্রমিকদের কথা ভাবা হত না৷ উল্টে ওদের কাছ থেকে বেশি পরিমানে টাকা কেটে নেওয়া হত৷ কিন্তু সরকারের পরিবর্তন হওয়ার পর শ্রমিকরা শান্তিতে রয়েছেন৷