লেকটাউনে একাদশ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি, অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে


কলকাতা: ছাত্রীর শ্লীলতাহানি। আটক এক শিক্ষক। অভিযুক্ত শিক্ষকের নাম জয়প্রকাশ নারায়ণ। মঙ্গলবার এই ঘটনা লেকটাউনে। আজ অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে ওই শিক্ষককে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এই শিক্ষক আগেও ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করতেন।

মঙ্গলবার শ্রীভূমি ক্লাবে ছিল প্রাক-স্বাধীনতা উদযাপনের অনুষ্ঠান। বিধায়ক সুজিত বসুর আমন্ত্রণে হাজির ছিল এলাকার সব স্কুলে পড়ুয়া এবং শিক্ষকরা। অভিযোগ স্থানীয় এক স্কুলের একাদশ শ্রেণির এক ছাত্রী বাড়িতে ফোন করবে বলে স্কুলের হিন্দির শিক্ষক জয়প্রকাশ নারায়ণের কাছে অনুমতি চায়। কিন্তু অনুমতি দেননি জয়প্রকাশ। এরপর ছাত্রীটি বাড়িতে ফোন করতে গেলে তাকে শ্লীলতাহানি করা হয় বলে পরিবারের অভিযোগ। বুধবার লেক টাউন থানায় অভিযোগ দায়ের হয়।

লেক টাউন এলাকার বাসিন্দা জয়প্রকাশের বিরুদ্ধে আগেও পড়ুয়াদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে। বিশেষ করে তাঁর কোচিংয়ে পড়তে আসা ছাত্রীদের বিভিন্ন সময় অশ্লীল ইঙ্গিত করতেন বলেও পুলিশ জানিয়েছে।