গর্ভবতী মহিলাকে কাঁধে নিয়ে পাঁচ কিলোমিটার হেঁটে গেলেন জওয়ানরা


রায়পুর: প্রবল বৃষ্টি। প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন এক মহিলা। হাসপাতাল প্রায় পাঁচ কিলোমিটার দূরে। প্রবল বৃষ্টিতে সেই পিচ্ছিল পথ পার হয়ে হাসপাতালে যাওয়া প্রায় অসম্ভব। সুস্থ সন্তানের প্রসব কিংবা মায়ের সুস্থতা নিয়ে চিন্তায় গোটা পরিবার। সেই মুহূর্তে সাহায্যের হাত বাড়িয়ে দিল জওয়ানরা।

কার্যত মানবিকতার নজির গড়লেন আইটিবিপি জওয়ান। এক অনন্য নজিরের সাক্ষী রইল ছত্তিসগড়। ছত্তিসগড়ের প্রত্যন্ত গ্রাম থেকে কাঁধে করে ওই মহিলাকে পায়ে হেঁটে হাসপাতালে নিয়ে গেলেন জওয়ানরা।

মহিলার নাম সাহদাই। জল জমা রাস্তা পেরিয়ে তাঁর বাড়িতে অ্যাম্বুলেন্সের পৌঁছনো প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। তখনই উদ্ধারকাজে এগিয়ে আসেন আইটিবিপি জওয়ানরা। আইটিপিবি পোস্ট কমান্ডার এসি লক্ষীকানি ও তাঁর সঙ্গীরা স্ট্রেচারে চাপিয়ে ওই মইলাকে নিয়েই তাঁরা হাঁটলেন পাঁচ কিলোমিটার পথ।

মর্দাপালের হেলথ সেন্টারে পৌঁছে দেওয়া হয় ওই মহিলাকে। আইটিবিপির ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করা সেই ভিডিও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই আবার সেই ভিডিও পোস্ট করে সরকারকে পরিকাঠামো উন্নয়ন করার আর্জি জানিয়েছেন।