৭২তম স্বাধীনতা দিবস উদযাপনে লালকেল্লায় প্রধানমন্ত্রী


স্বাধীনতা দিবস উদযাপনে লাল কেল্লায় উপস্থিত প্রধানমন্ত্রী৷ সকাল ৭.৩০ মিনিট নাগাদ পতাকা উত্তোলন করে বক্তৃতা প্রধানমন্ত্রীর৷ সকল শহিদদের শ্রদ্ধা-স্যালুট জানান তিনি৷

আগামী বছর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ১০০ বছর পূর্ণ হতে চলেছে, সেই বিষয় উল্লেখ করে শহিদদের শ্রদ্ধা জানান৷ দক্ষিণের কবি সুব্রহ্মণ্যম ভারতীর কিছু পংক্তি তুলে ধরে জানান, ভারত বিশ্বকে নতুন রাস্তা দেখাবে৷

ছেলে হোক বা মেয়ে, মহাকাশে যাবে তারা৷ 

২০২২-এ মহাকাশে লোক পাঠাবে ভারত৷

জাতীয় পতাকা নিয়ে মহাকাশে যাবে ভারতবাসী৷ ভারতীয় বিজ্ঞানীরাই সেই কাজ করবেন৷

ভারতীয় সেনায় পুরুষদের সমান মর্যাদা পাবেন মহিলারা

গত দুবছরে ৫কোটি গরীব মানুষ দারিদ্রসীমার ওপরে উঠে এসেছেন৷

প্রত্য়ক্ষ করদাতার সংখ্যা বেড়ে পৌনে সাত কোটি হয়েছে৷

ঘুষ যারা নিত তাদের অবস্থা খারাপ হয়েছে৷ ৩ লক্ষ ভুয়ো সংস্থা বন্ধ হয়েছে৷ অনলাইনে ভুয়ো লেনদেন কমেছে৷

সৎ ব্যক্তিদের টাকায় চলে সরকার প্রকল্প৷ 

পূণ্যার্জন করছেন তাঁরা৷ সফল প্রকল্পের কৃতিত্ব তাই তাঁদের৷

চালু হবে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা৷ 

প্রত্যেককে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা দেওয়া হবে৷ আগামী ২৫ সেপ্টেম্বর চালু হবে এই যোজনা৷ উপকৃত হবে ১০ কোটি পরিবার৷ বিনা চিকিৎসায় দরিদ্রদের প্রাণ যাবে না৷ টায়ার টু, টায়ার থ্রি সিটিতে হবে নতুন হাসপাতাল৷ ২ বছরে পাঁচ কোটি গরীব দারিদ্রসীমার ওপরে৷
স্বচ্ছ ভারত অভিযানে বেঁচেছে ৩ লক্ষ শিশুর প্রাণ৷

পরিকাঠামো উন্নয়নে দেশ নতুন পথ দেখাচ্ছে৷ তৈরি হয়েছে নতুন নতুন রাস্তা৷

কৃষিক্ষেত্রে উন্নয়ন হয়েছে৷ ২০২২-এর মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ হবে

দেশকে প্রেরণা দিচ্ছে উত্তর-পূর্ব ভারত৷ সমগ্র উত্তর-পূর্ব ভারতে উন্নয়নের জোওয়ার বইছে৷ আত্মবিশ্বাসে ভরপুর গোটা দেশ৷

রিফর্ম, ট্রান্সফর্ম, পারফর্ম-এর নাম এখন ভারত৷

ভারতের হাজার হাজার কোটির বিনিয়োগ আসছে, ভারত মাছ উৎপাদবনে বিশ্বে দ্বিতীয়
এখন সকলেই জিএসটির সুফল পাচ্ছে৷ 

মিলেছে নোটবন্দির সুফল৷ জনসাধারণও তা বুঝতে পারছেন৷ ভাবা হচ্ছে কৃষকদের জন্য৷
দল নয়, দেশই আমাদের কাছে আগে জানান তিনি৷

ডিজিট্যাল ভারত তৈরির দিকে এগিয়ে যাচ্ছে ভারত৷ নতুন নতুন আইআইএম, আইআইটি হচ্ছে৷

সার্জিক্যাল স্ট্রাইকের সাহস আছে, কেউ চোখ রাঙালে ভারত তার জবাব দিতে জানে
সমাজের সকল স্তরের কল্যাণে ভারতের সংবিধান হল গাইড

চার বছরে দেশে আমূল পরিবর্তন হয়েছে৷ আমাদের সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে জানে৷
বিশ্বে নিয়ন্ত্রণ শক্তি হয়ে উঠুক ভারত

২০১৩-এর গতিতে চললে ১০০ বছরেও বিদ্যুৎ পৌঁছত ঘরে ঘরে, দরিদ্ররা এলপিজি পেতেন না৷

দেশের মুখ উজ্জ্বল করছে মেয়েরা৷

অর্থনীতিতে বিশ্বে ষষ্ঠ ভারত৷

আত্মবিশ্বাসে ভরপুর দেশ৷ পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষা করা হচ্ছে৷

বিশ্বের নিয়ন্ত্রক শক্তি হোক ভারত৷