শিক্ষায় অন্ধকার! স্কুলহীন দেশের ১৩,৫০০ গ্রাম


সবার কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দিতে ঢাকঢোল পিটিয়ে নানা প্রকল্প চালু করছে কেন্দ্রীয় সরকার। অথচ দেশের ১৩,৫১১টি গ্রামে এখনও কোনও স্কুল নেই। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সাম্প্রতিকতম রিপোর্টে এই তথ্য সামনে এসেছে। 

সাড়ে ১৩ হাজারেরও বেশি গ্রামে এখনও স্কুল না তৈরি করতে পারার পিছনে একাধিক কারণ তুলে ধরেছেন গ্রামোন্নয়ন মন্ত্রকের আধিকারিকরা। নাম প্রকাশে অনিচ্ছক এক আধিকারিকের বক্তব্য, 'এর পেছনে একাধিক কারণ থাকতে পারে। রাজ্য সরকারগুলির গা ছাড়া মনোভাব গ্রামে স্কুল না থাকার অন্যতম কারণ। এ ছাড়া অনেক গ্রামে স্কুল তৈরির জন্য প্রয়োজনীয় মানুষ বসবাস করেন না।' 

কেন্দ্রের রিপোর্ট অনুসারে, মিজোরামই দেশের একমাত্র রাজ্য যেখানে প্রতি গ্রামে স্কুল আছে। এ ছাড়া সামগ্রিক ভাবে দেশের অন্য অংশের তুলনায় উত্তর-পূর্বের পরিস্থিতি বেশ ভালো। একমাত্র মেঘালয়ের ৪১ গ্রামে কোনও স্কুল নেই। বাকি রাজ্যগুলিতে সংখ্যাটা নয়ের বেশি নয়। 

অন্যদিকে, উত্তরপ্রদেশের সবথেকে বেশি সংখ্যক গ্রাম স্কুলহীন। আর গোয়ার কোনও তথ্য কেন্দ্রের এই রিপোর্টে উল্লেখ করা হয়নি।