জম্মু কাশ্মীরকে নির্মল রাজ্য ঘোষণা


শ্রীনগর: সন্ত্রাস কবলিত জম্মু কাশ্মীরকে নির্মল ঘোষণা রাজ্যপাল সত্যপাল মালিকের৷ শনিবার শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্সে সেন্টারে 'স্বচ্ছতা হি সেবা' কর্মসূচির সূচনা করেন তিনি৷ সেই অনুষ্ঠানে এসে রাজ্যকে নির্মল ঘোষণা করেন রাজ্যপাল সত্যপাল মালিক৷

রাজ্যকে নির্মল করে তোলার জন্য রাজ্য প্রশাসনকে প্রশংসায় ভরিয়ে দেন৷ জানান, শৌচালয় তৈরি করে নির্মল রাজ্য গড়ে তুলতে উদ্যোগী হয় প্রশাসন৷ তাদের অক্লান্ত চেষ্টার ফল, উপত্যকা আজ একশো শতাংশ নির্মল৷৷ এক বছর বাকি থাকতেই এই যোগ্যতা অর্জন করে তারা৷ তবে সাধারণ মানুষেরও এতে যোগদান আছে৷ তিনি বলেন, ''স্বচ্ছ ভারত মিশনের আওতায় রাজ্যের ২২টি জেলা ৪১৭১টি গ্রাম পঞ্চায়েত এবং ৭৫৬৫টি গ্রামকে নির্মল ঘোষণা করা হচ্ছে৷''

রাজ্যকে নির্মল করে তুলতে স্বচ্ছ ভারত অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে৷ এই প্রকল্পের আওতায় যেমন শৌচালয় নির্মিত হয়েছে তেমনই মানুষের চিন্তাধারার মধ্যে পরিবর্তন এনেছে৷ পরিসংখ্যান তুলে ধরে রাজ্যপাল জানান, এই অভিযানের আওতায় ১.১ মিলিয়ন ব্যক্তিগত ব্যবহারের জন্য শৌচালয় নির্মাণ করা হয়৷ এছাড়া ১৩৫০টি কমিউনিটি শৌচালয় তৈরি করা হয়৷

স্বচ্ছতার গুরুত্ব বুঝিয়ে রাজ্যপাল জানান, শুধু নিজের জন্য নয়, পরিবারের অন্যান্য সদস্যদের স্বাস্থ্যের জন্য পরিস্কার ও পরিচ্ছন্ন থাকাটা খুব জরুরি৷ আগে বাড়িতে শৌচালয় না থাকার জন্য মহিলারা নানাবিধ শারীরিক সমস্যায় ভুগতেন৷'' তবে বাড়ির পাশাপাশি পরিবেশেরও স্বচ্ছতা নিয়ে ভাবা দরকার বলে মনে করেন রাজ্যপাল সত্যপাল মালিক৷ জানান, লেক, শহর, গ্রামকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সকলের৷