পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধি বিপদে ফেলতে পারে মোদী সরকারকে: রামদেব


পেট্রল, ডিজেলের দর বেঁধে রাখতে গিয়ে যখন হিমশিম খাচ্ছে মোদী সরকার, তখন বাবা রামদেব বললেন, তাঁকে কর-ছাড় দেওয়া হলে তিনিই দেশের মানুষকে লিটার-পিছু ৩৫/৪০ টাকা দামে পেট্রল, ডিজেল দিতে পারেন। পেট্রল, ডিজেলকে জিএসটিতে নিয়ে আসারও দাবি জানিয়েছেন তিনি। বলেছেন, এখনও এ ব্যাপারে ব্যবস্থা না নিলে বিপদে পড়তে পারে মোদী সরকার।

দিল্লিতে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে রবিবার এ কথা বলেছেন রামদেব।

গোরক্ষার নামে যে হিংসা চলছে দেশজুড়ে, রামদেবের কথায়, ''সেটা আমার একেবারেই পছন্দ নয়।'' তিনি বলেছেন, ''গরু কোনও ধর্মীয় প্রাণী নয়। গরুর কোনও ধর্ম নেই।''

তবে মোদী সরকারের পক্ষেও দু'-চার কথা বলেছেন রামদেব। তাঁর কথায়, ''অনেকে নরেন্দ্র মোদীর সমালোচনা করছেন। সেটা তাঁদের মৌলিক অধিকার। কিন্তু আমি মনে করি, উনি অনেক ভাল কাজ করেছেন। 'স্বচ্ছ ভারত অভিযান' তার সেরা উদাহরণ। কোনও বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনাও ঘটেনি ওঁর জমানায়। তবে হ্যাঁ, রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে রাজনৈতিক স্তরে বিরূপ মন্তব্য শোনা যাচ্ছে।''